logo
প্রবাসের খবর

ইরানের হুমকি: হামলা চালাতে ইসরায়েলকে সাহায্য করলেই কঠোর ব্যবস্থা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
ইরানের হুমকি: হামলা চালাতে ইসরায়েলকে সাহায্য করলেই কঠোর ব্যবস্থা
আয়াতুল্লাহ আলী খামেনি

ইরান এবার ইসরায়েল নিয়ে আরব বিশ্বের দেশগুলোকেও হুমকি দিল। উপসাগরীয় অঞ্চল ও আরব প্রতিবেশীদের মধ্যে যারা মার্কিন মিত্র দেশ হিসেবে পরিচিত, তাদের হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলায় ইসরায়েলকে সাহায্য করার জন্য নিজেদের অঞ্চল বা আকাশসীমা ব্যবহার করতে দিলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান ও কাতারকে এই হুমকি দেওয়া হয়। এসব দেশে মার্কিন বাহিনী রয়েছে।

এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন ইরানে হামলার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা তেল শোধনাগারসহ বিভিন্ন কাঠামোতে হামলা হতে পারে। আর এমনটি করা হলে ইরানও পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের হুমকির পর আরব বিশ্বের তিনটি দেশ এরই মধ্যে আমেরিকার বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানে হামলা করতে তাদের মাটি কিংবা আকাশসীমা যেন ব্যবহার না করা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছে তারা। তবে এই তিন দেশের নাম প্রকাশ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।

এর মধ্যেই ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ১১ অক্টোবর শুক্রবার মার্কিন সরকারের তরফ থেকে বলা হয়েছে, যেসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল ব্যবসা ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার করা হয়ে থাকে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে।

আরও পড়ুন

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। বাবা হচ্ছেন কোরিওগ্রাফার জায়েদ দরবার। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গওহর।

১০ ঘণ্টা আগে

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

অ্যাপল সাধারণত চীন থেকে আইফোন আমদানির ওপর বেশি নির্ভরশীল। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় ভারত থেকে আইফোন আমদানি শুরু করেছে অ্যাপল। কারণ, ভারতে ট্রাম্পের শুল্কহার চীনের তুলনায় অনেব কম, মাত্র ২৬ শতাংশ।

১২ ঘণ্টা আগে

ভিয়েতনামে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা

ভিয়েতনামে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাইছে দেশটির সরকার।

১ দিন আগে

চীন বাদে অন্য সব দেশের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প

চীন বাদে অন্য সব দেশের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে।

১ দিন আগে