মাহবুব সরকার, আবুধাবি থেকে
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মস্থলে ওই প্রবাসীর হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত প্রবাসীর নাম মোহাম্মদ মহিন উদ্দিন (৫০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ নং লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা গ্রামের নুরুল হকের (বাঁশি মিয়া) ছেলে।
খবরটি নিশ্চিত করেন মৃত প্রবাসী মহিন উদ্দিনের ছোট ভাই তাজুল ইসলাম ও চাচাতো ভাই নেজাম উদ্দিন। পরে হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা শেষে লাশ আবুধাবি সেন্ট্রাল মর্গে নিয়ে যাওয়া হয়। মহিন উদ্দিনের মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মস্থলে ওই প্রবাসীর হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত প্রবাসীর নাম মোহাম্মদ মহিন উদ্দিন (৫০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ নং লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা গ্রামের নুরুল হকের (বাঁশি মিয়া) ছেলে।
খবরটি নিশ্চিত করেন মৃত প্রবাসী মহিন উদ্দিনের ছোট ভাই তাজুল ইসলাম ও চাচাতো ভাই নেজাম উদ্দিন। পরে হাসপাতালের সকল আনুষ্ঠানিকতা শেষে লাশ আবুধাবি সেন্ট্রাল মর্গে নিয়ে যাওয়া হয়। মহিন উদ্দিনের মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানান।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা কম খরচ ও বেশি সুবিধার কারণে অভিবাসীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ভিসা মধ্যম স্তরের পেশাদার, সম্পত্তিতে বিনিয়োগকারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা দিয়ে থাকে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগকারীর এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।