logo
প্রবাসের খবর

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে ‘ই-পাসপোর্ট’ সেবা চালু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সম্পর্কে সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা ৫ বা ১০ বছর মেয়াদি ই–পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৭তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবা কার্যক্রম চালু করা হলো। তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাাতিক ভ্রমণের ক্ষেত্রে ই-পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন।

এ ছাড়া, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সকলকে আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কয়েকজন ই-পাসপোর্টের আবেদনকারী তাদের অনভূতি ব্যক্ত করেন। এ বিষয়ে তারা কনস্যুলেটের সহযোগিতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ ছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে এখন থেকে জেদ্দা ও এর আশপাশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

*বাহারউদ্দিন বকুল, জেদ্দা (সৌদি আরব) থেকে

আরও দেখুন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মৃত প্রবাসী আশিকুর রহমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকার হাসানপুরের বাসিন্দা।

১৭ ঘণ্টা আগে

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

অনুষ্ঠানে মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস পাঠ ও ঐতিহ্যবাহী আমামাহ (পাগড়ি) অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আলিমিয়্যাহ শিক্ষার সমাপ্তি ও ‘মাওলানা’ উপাধির প্রতীকী স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দারুল উলুম অনলাইনের (ডুইউও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলিমিয়্যাহ সনদ প্রদান করা হয়।

১৮ ঘণ্টা আগে

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

১৯ ঘণ্টা আগে