logo
প্রবাসের খবর

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। ফাইল ছবি

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে এসব হামলা হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের মতে, বোমা আঘাত হানা ভবনটি ছিল খালি এবং সেখানে দলটির মিডিয়া অফিস ছিল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। লেবাননের বিভিন্নস্থানে গোষ্ঠীটির ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েল লেবাননের ২০টি গ্রাম ও নাবাতিয়েহ শহরের মানুষদের সতর্কবার্তা দিয়ে দ্রুত সরে যেতে বলেছে। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আড্রির বলেছেন, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বাড়ি অবিলম্বে ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যান। নিজের জীবন বাঁচান।

চলতি সপ্তাহে ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত। এর আগে কয়েকদিন ধরে দেশব্যাপী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই বোমাবর্ষণে ইতিমধ্যে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন লেবানন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল এখন নিজের উত্তর সীমান্তকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। গত বছর হিজবুল্লাহর আক্রমণে বাস্তুচ্যুত হওয়া ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েল তাদের অভিযান চালাচ্ছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তিন মাস আগে গাজায় এক হামলায় হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে। যাদের মধ্যে ছিলেন রাভি মুশতাহা। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাস সরকারের প্রধান ছিলেন।

মুখোমুখি সংঘর্ষ

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ফাতিমার গেটে ইসরায়েলি সেনাদের অগ্রগতি রুখে দিয়েছে। তারা আরও দাবি করেছে, দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করা হয়েছে। ক্রমাগত সীমান্ত থেকে রকেট হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর এক হামলায় বিনত জবেইলে ১৫ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এ অঞ্চলটি ২০০৬ সালের যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি সেনা ফাঁড়িতে ইসরায়েলের হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে চলমান উত্তেজনায় লেবাননের সেনাবাহিনীর তিন সেনা নিহত হলো। এর জবাবে লেবাননের সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।

লেবাননের এক সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সেনাবাহিনীর এটিই প্রথম প্রতিক্রিয়া।

এর আগে, ইসরায়েল বৈরুতের মধ্যাঞ্চলে একটি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত একটি জরুরি উদ্ধার কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ হামলায় সাতজন নিহত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

৪ দিন আগে