logo
মতামত

ছক

শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
শরীফুল আলম, যুক্তরাষ্ট্র৬ দিন আগে
Copied!
ছক

সব দিন যেমন আনন্দ আর বিনোদনের হয় না, তেমনি সব দিন বিড়ম্বনারও হয় না। ব্যক্তিগত মানুষটি ফার্স্ট প্রায়োরটি, তারপরে অপশন। যেখানে ভালোবাসা নেই, চশমার পাওয়ার বাড়ালেও সেখানে কোনো কাজ হবে না। মূল কথা হচ্ছে, যে ধরে রাখতে জানে সে কখনোই ত্রুটি খুঁজবে না।

সম্পর্ক লং রানের জন্য আজকাল রিসোর্সের কোনো আভাব নাই। মেন্টাল ম্যাচিং, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আনকমফর্টেবল সম্পর্ক কখনোই স্থায়ী হবে না। কিছু নির্দিষ্ট ছকে জীবনযাপনের নাম কখনোই জীবন হতে পারে না। সে আমার ব্যক্তিগত মানুষ হলেও তাকে পার্সোনাল স্পেস দিতে হবে কেননা প্রত্যেকটা মানুষেরই সিক্রেসি আলাদা, প্রাইভেসি আলাদা।

সম্পর্ক/দাম্পত্য এগুলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নয়। লং টার্ম সম্পর্কের জন্য মোলায়েম কথা খুব উপকারি। ব্যক্তিগত মানুষটি যদি কারণে/অকারণে প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে সেই সম্পর্কে আর যাই থাকুক আনুগত্য থাকে না। সম্পর্ক হতে হবে মুক্ত জানালার মতো। যত দূর চোখ যায় শুধু তাকিয়ে থাকা। তাকে ভাবলেই যদি ক্লান্তি আসে সেটা কোনোভাবেই সম্পর্ক হতে পারে না।

তাকে ভাবলেই যদি ভেতর থেকে একটা অদৃশ্য চীৎকার বেরিয়ে আসে, সেটা কোনোভাবেই সম্পর্ক নয়। সম্পর্কের আধুনিকতা হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকা। তার জন্য আহামরি তেমন কিছু লাগে না। বেসিক লাইফ স্কিলগুলো—যেমন সুন্দর করে কথা বলা, সুন্দর করে তাকানো, ভালো আচরণ, নিজেকে পরিপাটি রাখা ইত্যাদি ডেভেলপ করলেই হলো। আর যারা নিজেকে ভুক্তভোগী বানায়, কষ্ট দেয়, তাদের জন্য আমার এফোর্টের পরিমাণ একেবারেই শূন্য।

*শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ইমেইল: [email protected]

আরও পড়ুন

ফিটনেসবিহীন আর্থিক খাত ও ক্ষুদ্র বিনিয়োগকারী

ফিটনেসবিহীন আর্থিক খাত ও ক্ষুদ্র বিনিয়োগকারী

একটা দেশের অর্থনীতিতে আর্থিক খাতের ভূমিকা কী, তা মনে হয় বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আর্থিক খাতের প্রধান অঙ্গগুলো হলো—ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার বাজার।

২ দিন আগে

তিন কোণের ভাঙন, নাকি নতুন ভোর?

তিন কোণের ভাঙন, নাকি নতুন ভোর?

দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে এক অদ্ভুত ত্রিভুজ—আওয়ামী লীগ, বিএনপি আর জামায়াত। কখনো সরাসরি, কখনো মুখোমুখি সংঘাত, কখনো আঁতাত—এই ত্রিভুজই ছিল ক্ষমতার মূল অঙ্ক।

২ দিন আগে

বিশ্ববাজারে দক্ষতার চাহিদা এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে করণীয়

বিশ্ববাজারে দক্ষতার চাহিদা এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে করণীয়

শুধু পেশাগত দক্ষতা যথেষ্ট নয়; বিদেশের সংস্কৃতি, ভাষা ও সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। একটি নতুন দেশে কাজ করতে গেলে কেবল যান্ত্রিক দক্ষতা দিয়ে কাজ চালানো কঠিন হতে পারে। বরং ভাষার দক্ষতা, মানবিক আচরণ ও সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষমতা কর্মীদের জীবনকে ফলপ্রসূ করে তুলতে পারে।

৬ দিন আগে

ছক

ছক

লং টার্ম সম্পর্কের জন্য মোলায়েম কথা খুব উপকারি। ব্যক্তিগত মানুষটি যদি কারণে/অকারণে প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে সেই সম্পর্কে আর যাই থাকুক আনুগত্য থাকে না। সম্পর্ক হতে হবে মুক্ত জানালার মতো। যত দূর চোখ যায় শুধু তাকিয়ে থাকা। তাকে ভাবলেই যদি ক্লান্তি আসে সেটা কোনোভাবেই সম্পর্ক হতে পারে না।

৬ দিন আগে