logo
মতামত

কবিতা: পাথরের দেশে মানুষ নেই

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কবিতা: পাথরের দেশে মানুষ নেই


একজন মানুষ পড়ে আছে রাস্তায়।

তার শরীরে লাল দাগ,

তার পাশে গড়িয়ে আছে কয়েকটা পাথর—

আরও কয়েকটা মানুষের হাতেই ছিল।


পাশে দাঁড়িয়ে একজন বলছিল—

‘সে আমাদের মতো না’,

আরেকজন বলছিল—

‘শেখাতে হবে ওদের একটা শিক্ষা।’


তারপর নেমে এল পাথরের বৃষ্টি।

হাত নড়ে না, চোখ ফেটে যায়, শরীর গুঁড়িয়ে যায়।

কিন্তু আশ্চর্য, যারা মারছে,

তাদের চোখে না আছে দয়া, না আছে ভয়।


পশু কি এমন করে?

একটি সিংহ তার শিকারকে মারে, কিন্তু তৃপ্তি হলে থেমে যায়।

কিন্তু মানুষ থামে না,

সে খুন করে, তারপর ছবি তোলে, পোস্ট দেয়, বলে—

‘এই তো বিচার হলো!’


আমি বুঝে উঠতে পারি না,

পাথর কে ছুঁড়েছিল—হাত, নাকি মন?

কোনটা ছিল বেশি কঠিন?


একটি পাথর শুধু হাড় ভাঙে না,

ভাঙে আমাদের সভ্যতার মুখোশ,

ভেঙে দেয় সমস্ত বিশ্বাস যে মানুষ এখনো মানুষ আছে।


পথে হাঁটলে এখন ভয় লাগে।

কে জানে, আমার মুখ, আমার ভাষা, আমার পোশাক,

কারও চোখে ‘অপরাধ’ হয়ে যায় কি না!

কে জানে, কোন কোণে লুকিয়ে আছে কিছু হাত,

তাদের মুঠোয় ধরা পাথর!


পশুদের বনে ভয় পাই না,

মানুষের ভিড়েই বুক কেঁপে ওঠে।


আমরা ভুলে যাচ্ছি—

একটা পাথর যখন একজন মানুষকে মারে,

সেই সঙ্গে মরে যায় এক টুকরো মনুষ্যত্ব,

আর জন্ম নেয়

আরও এক নিষ্ঠুর, মুখোশ-পরা পাষাণপ্রাণ।

আরও দেখুন

রহস্য গল্প: হাইওয়ে রেস্তোরাঁ

রহস্য গল্প: হাইওয়ে রেস্তোরাঁ

কিসের ক্ষুধা, কিসের খাওয়া, আমি এক্সেলেটরে চাপ দিলাম। গাড়ি আবার রাস্তায় উঠে গেল। কিছুক্ষণ এগিয়ে যেতেই কুয়াশাও গায়েব! রাস্তা ফকফকা। মাথার ওপরে টেক্সাসের গ্রামীণ বিশাল চাঁদ। আমি গাড়ির গতি বাড়ালাম। পুলিশ ধরলে ধরুক। আমাকে পালাতে হবে।

২৭ মিনিট আগে

আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসানের সঙ্গে একদিন

আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসানের সঙ্গে একদিন

মীর আনিসুল হাসান ২০১২ সালে স্থায়ীভাবে আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। এর আগেই আমিরাতের মিনিস্ট্রি অব এডুকেশনের লাইসেন্সও পেয়ে যান তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যক্ষের পদে কাজ করে অবসর নিয়ে দেশে চলে এসেছেন তিনি।

৩ ঘণ্টা আগে

‘আমরা ম্যানেজ করে নেব’

‘আমরা ম্যানেজ করে নেব’

দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। দেখি আরেকটা ট্রাক থেকে ওয়াশিং মেশিন নামাচ্ছে। বিরাট গাবদা সাইজ। দুই/তিনতলা সিঁড়ি বেয়ে ওঠাতে হবে। বেচারার গার্লফ্রেন্ড নেই পাশে। এবার দেখি ছেলেলা আমার দিকে তাকায়, ‘হাই’ দেয়।

৩ দিন আগে

স্বাধীনতার এক নির্মম পরিহাস

স্বাধীনতার এক নির্মম পরিহাস

ষাটের দশক শুধু জেইনের জীবন নয়, বদলে দিল এক পুরো প্রজন্মকে। মানুষ শিখল প্রশ্ন করতে, প্রতিবাদ করতে, আর ভালোবাসতে। সত্যিই, এক নতুন সময়ের জন্ম হয়েছিল।

৪ দিন আগে