logo
মতামত

অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি

ফারহানা আহমেদ লিসা
ফারহানা আহমেদ লিসা১ দিন আগে
Copied!
অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি
জোহরান মামদানি। ছবি: রয়টার্স

আমেরিকায় নভেম্বর মাসের ৪ তারিখ ছিল টানটান উত্তেজনাপূর্ণ একটা দিন। বিভিন্ন অঙ্গরাজ‍্যে ভোট হয়েছে। সবার চোখ ছিল জোহরান মামদানির দিকে। তিনি নিউইয়র্ক সিটির মেয়র পদে জিতেছেন বিপুল ভোটে। ইতিহাসের সর্বকনিষ্ঠ মুসলমান অভিবাসী মেয়র নিউইয়র্ক শহরের মতো জনবহুল একটা শহরের। তিনি এখন লড়বেন সাধারণ মানুষের জন‍্য। যাতে তারা ক্রয়ক্ষমতার মধ‍্যে বাড়ি ভাড়া করতে পারেন, খাদ‍্যসহ নিত‍্য প্রয়োজনীয় সব পণ্য কিনতে পারেন এবং ফ্রি বা ক্রয়ক্ষমতার মধ‍্যে গণপরিবহনের সুযোগ পান।

পুঁজিবাদী সমাজের জন‍্য এটা একটা শিক্ষা। মজার ব‍্যাপার হচ্ছে, গত বছরই প্রেসিডেন্ট ট্রাম্প ক্রয়ক্ষমতার মধ‍্যে পণ্য নিয়ে আসবেন এবং আমেরিকাকেই প্রাধান‍্য দেবেন বলে জিতেছেন মানুষের মন।

মামদানি শুধু বাক্‌সর্বস্ব নন। তিনি ধনীদের ট‍্যাক্স মাত্র দুই পার্সেন্ট বাড়িয়ে গরিবদের এ সুযোগগুলো দিতে পারবেন চিন্তা করছেন। এই পরিবর্তনে ধনীরা এ শহর ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া জায়গায় ক্রয়ক্ষমতার মধ‍্যে ভাড়া বাড়ি তৈরি করা সম্ভব। আয় আর ব‍্যয়ের একটা সামঞ্জস্য আসবে। পৃথিবীতে আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকা ছাড়া নিজে একা একা খুব ভালো থাকার চেষ্টা করা একটা হাস‍্যকর বোকামি। জেতার পর মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘এই শহর অভিবাসীদের গড়া, অভিবাসীদের জন‍্য।’

লেখক
লেখক

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বাবাক ওবামা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বলে একটা বিল পাস করে গেছেন। যাতে মানুষ ক্রয়ক্ষমতার মধ‍্যে স্বাস্থ্যসেবা পান। ধনীদের ট্যাক্স কমানোর জন‍্য এ বিল তুলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এদিকে বাজেট অনুমোদন পায়নি। আমেরিকার সরকারি কার্যক্রম বন্ধ, ইতিহাসের মধ‍্যে সবচেয়ে লম্বা সময় ধরে। স্ন‍্যাপ প্রোগ্রাম স্থগিত মানে খাদ‍্য কুপন দিয়ে নিম্নআয়ের মানুষ পুষ্টিকর খাদ‍্য পেতেন, সে সাহায‍্য বন্ধ হওয়ার পথে। শুরু হলেও দেরি হবে বা সীমিত আকারে চালু হবে এমন আশঙ্কাজনক পরিস্থিতি চলছে আমেরিকায়। এ সময় মামদানির মতো প্রগ্রেসিভ মানুষদের হাল ধরা জরুরি। ইলেকশনের ঠিক আগে আগে একজন রেস্টুরেন্টের মালিক তাকে জিজ্ঞেস করেছিলেন, স্ন‍্যাপ প্রোগ্রাম বন্ধ আছে, তারা গরিব মানুষেদের একবেলা ফ্রি খাবার দেবেন। মামদানি মেয়র হয়ে গেলে কি এই কাজে ভলান্টিয়ার করবেন? নিউইয়র্কের সব কমিউনিটিতে মিশে যাওয়া মানুষটা স্বভাবসুলভ হেসে বলেছিলেন, ‘অবশ‍্যই’। ওবামা তাকে সাপোর্ট করেছেন। তাকে অনেক দূর যেতে হবে।

৪ নভেম্বর আমেরিকায় আরও কিছু অভুতপূর্ব ঘটনা ঘটেছে। ভার্জিনিয়ায় অ্যাবিগেল স্পেনবার্গার ইতিহাসের প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে। একই পার্টি থেকে লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন ঘাজালা হাশমি। অ্যাটর্নি জেনারেল হয়েছেন জে জোনস। নিউজার্সির গভর্নর হয়েছেন নিকি শেরিল, ক‍্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রপ ৫০ পাস হয়েছে ৬৪ শতাংশ ভোটে। ফলে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে আরও ৫টি আসন পাবে এ অঙ্গরাজ‍্য থেকে।

মানবতা বেঁচে থাকুক এই আশায় রইলাম। ইতিহাস মানবিক মানুষদেরই জয়ী করে বারবার।

*ফারহানা আহমেদ লিসা: সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

আরও দেখুন

অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি

অভিবাসীদের শহরে একজন মেয়র মামদানি

মামদানি শুধু বাক্‌সর্বস্ব নন। তিনি ধনীদের ট‍্যাক্স মাত্র দুই পার্সেন্ট বাড়িয়ে গরিবদের এ সুযোগগুলো দিতে পারবেন চিন্তা করছেন। এই পরিবর্তনে ধনীরা এ শহর ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া জায়গায় ক্রয়ক্ষমতার মধ‍্যে ভাড়া বাড়ি তৈরি করা সম্ভব। আয় আর ব‍্যয়ের একটা সামঞ্জস্য আসবে।

১ দিন আগে

কবিতা: স্বচ্ছ জলাশয়

কবিতা: স্বচ্ছ জলাশয়

আভিজাত্য যাই থাকুক/ তাতে ছদ্মবেশী গাঢ় দুর্বলতা আছে/ আছে নতুন সুখের গন্ধ/ শিবের সাপ নাচানো খেলা,

১ দিন আগে

রহস্য গল্প: হাইওয়ে রেস্তোরাঁ

রহস্য গল্প: হাইওয়ে রেস্তোরাঁ

কিসের ক্ষুধা, কিসের খাওয়া, আমি এক্সেলেটরে চাপ দিলাম। গাড়ি আবার রাস্তায় উঠে গেল। কিছুক্ষণ এগিয়ে যেতেই কুয়াশাও গায়েব! রাস্তা ফকফকা। মাথার ওপরে টেক্সাসের গ্রামীণ বিশাল চাঁদ। আমি গাড়ির গতি বাড়ালাম। পুলিশ ধরলে ধরুক। আমাকে পালাতে হবে।

২ দিন আগে

আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসানের সঙ্গে একদিন

আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসানের সঙ্গে একদিন

মীর আনিসুল হাসান ২০১২ সালে স্থায়ীভাবে আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। এর আগেই আমিরাতের মিনিস্ট্রি অব এডুকেশনের লাইসেন্সও পেয়ে যান তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যক্ষের পদে কাজ করে অবসর নিয়ে দেশে চলে এসেছেন তিনি।

২ দিন আগে