logo
মতামত

কবিতা: শূন্যতার ভেতর গল্প

মো. ফজলুল কবির২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কবিতা: শূন্যতার ভেতর গল্প
ছবি: এআই দিয়ে তৈরি

অদৃশ্যরেখার পাশে বসে শুধু জানবার চেষ্টা

হাজার বছরের পুরনো গল্পের রং,

বিলুপ্ত মহাদেশের শিল্প আর সংস্কৃতি,

তুমি, আমি আর আমাদের ভেতরকার পার্থক্য।


আরও গহীনে গিয়ে ক্যানভাসে খুঁজি

আবেগ আর অনুভূতির গল্পের ভিন্নতা,

কিংবা দিগন্তরেখা বরাবর প্রকৃতির ভাজ,

রবির সম্মিলনে পাহাড়ে পড়া গোধূলি।

এমনই তো ছিল, নাকি ভিন্ন কিছু?

কল্পনার ভেতরে কল্পনা বসত করে।

নীরব কান্না বা বন্যতা মেশানো জীবন—

কোনটি বেশি, কোনটি কম, জানতে ইচ্ছে করে।

বহুদূরে চোখ মেলাতে মেলাতে ভয় লাগে;

হয়তো পরের গল্প আরও ভয়ংকর।

যেখানে মানুষ কস্মিনকালে পৌঁছাবে না,

সেখানে আমি-তুমি, আমাদের গল্প সমান।

ভাবলেশহীন এই সময়ের ব্যাপকতা কোথায়?

সন্ধ্যার নিস্তব্ধতায় শুধু শূন্যতা।

এখনো অনেক গল্প বাকি, নতুন পথ আসন্ন—

সময় পুরনো হয় বলে, গল্পগুলো জীবন খোঁজে।

(সেপ্টেম্বর ৫, ২০২৫)

আরও পড়ুন

নতুন ধারার ছাত্র রাজনীতি ও আগামীর বাংলাদেশ

নতুন ধারার ছাত্র রাজনীতি ও আগামীর বাংলাদেশ

প্রায় ৫৩ বছর ধরে চলা এই ক্ষয়িষ্ণু রাজনৈতিক সংস্কৃতিতে সহসা একটা পরিবর্তনের ঢেউ এসে লেগেছে। আর এটা এসেছে ছাত্র রাজনীতির অঙ্গনে। ডাকসু ও জাকসু নির্বাচনের মধ্যে দিয়ে। এই দুই নির্বাচন ছাত্র রাজনীতির লেজুড়বৃত্তির প্রথাগত নির্বাচন ব্যবস্থায় আঘাত হেনেছে। কীভাবে তা সবার জানা।

১৬ ঘণ্টা আগে

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রচিন্তার সূচনা

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রচিন্তার সূচনা

যারা জনগণের ভোটে সংসদে গেছেন কিংবা রাজনৈতিক কৌশলে ক্ষমতা দখল করেছেন—তাদের প্রতিটি সিদ্ধান্তই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। তবু প্রশ্ন জাগে—তারা কি সত্যিই জানেন সংবিধানের অন্তর্নিহিত দর্শন কী? তারা কি বোঝেন তাদের সাংবিধানিক দায়িত্বের গভীরতা কতটা?

৫ দিন আগে

আত্মীয়তা রক্তে নয়, আত্মায়—সম্পর্কের প্রকৃত মানে

আত্মীয়তা রক্তে নয়, আত্মায়—সম্পর্কের প্রকৃত মানে

আত্মার আত্মীয়তা জোর করে হয় না। এটি সময়, অভিজ্ঞতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গড়ে ওঠে। কখনো কোনো কথায়, কখনো এক মুহূর্তের সহানুভূতিতে—মন থেকে মন যুক্ত হয়।

১০ দিন আগে

প্রবাসীদের ভোটাধিকার ও গণতন্ত্রের অগ্রযাত্রা

প্রবাসীদের ভোটাধিকার ও গণতন্ত্রের অগ্রযাত্রা

জাতীয় নির্বাচনের আর মাত্র চার মাস বাকি আছে। এত অল্প সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য কঠিন একটা কাজ হবে, এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুলভ্রান্তিও হতে পারে। কিন্তু তাই বলে, এটার অজুহাতে প্রবাসীদের ভোটাধিকারে বঞ্চিত করা কি সংগত হবে?

১০ দিন আগে