logo
খবর

৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২ ঘণ্টা আগে
Copied!
৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের
স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে এবং ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি দেবে পিকেএসএফ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের আওতায় যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এনসিসি ব্যাংকের সঙ্গে পিকেএসএফের পৃথক ৫টি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় ব্যাংকগুলো পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থাকে সর্বমোট ১ হাজার কোটি টাকার গ্যারান্টিকৃত ঋণ প্রদান করতে পারবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকেগুলোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী; কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসির উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াট্টে; যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম; এনসিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান, ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মুহম্মদ হাসান খালেদ।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এই স্কিম চালু করা হয়েছে। স্কিমটির আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে এবং ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি দেবে পিকেএসএফ।”

অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র উদ্যোগ খাতের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তহবিল স্বল্পতা দূর করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস) বাস্তবায়ন করছে পিকেএসএফ। এ স্কিমের মাধ্যমে পিকেএসএফের সহযোগী ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে তুলনামূলকভাবে ছোট আকারের সংস্থায় ব্যাংক ঋণের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের দরিদ্র ও ভৌগোলিকভাবে অনগ্রসর অঞ্চলের জনগোষ্ঠীর কাছে তহবিলের সমতাভিত্তিক বণ্টন নিশ্চিত হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের ২৪ মে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই দিনে পিকেএসএফের সঙ্গে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং দ্য ইউএই–বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (ইউবিআইসিও) সঙ্গে মোট ৩ হাজার ১৫০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে সব হারালেন মালয়েশিয়াপ্রবাসী

ধারণা করা হচ্ছে, বাসযাত্রার সময় অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে কামরুল ইসলামের লাগেজ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার কাছে কেবল কাঁধের একটি ব্যাগ ও বেল্টের ছোট ব্যাগটি ছিল। ওই বেল্ট ব্যাগ থেকেই তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

১ ঘণ্টা আগে

৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের

৫ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি স্বাক্ষর পিকেএসএফের

অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র উদ্যোগ খাতের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তহবিল স্বল্পতা দূর করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস) বাস্তবায়ন করছে পিকেএসএফ।

২ ঘণ্টা আগে

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

৪ ঘণ্টা আগে

গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চাকরির বিজ্ঞপ্তি দেখে শুরুতে আবেদন করেন। তারপর রেজিস্ট্রেশন নিয়ে এক ধরেনর মেরিট লিস্ট প্রকাশ করে তারা। এরপর প্রশিক্ষণ ফি, পুলিশ ভেরিফিকেশন এবং জামানতের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

৫ ঘণ্টা আগে