logo
খবর

গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

প্রতিবেদক, বিডিজেন২ ঘণ্টা আগে
Copied!
গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র
ছবি: এআই দিয়ে তৈরি

গাক (গ্রাম উন্নয়ন কর্ম) স্কুলের (গণশিক্ষা প্রকল্প) ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একদল প্রতারকচক্র। রেজিস্ট্রেশন ফি, পুলিশ ভেরিফিকেশন ও জামানতসহ নানা খাত দেখিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক পদের জন্য ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরি প্রার্থীদের কাছ হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের দেওয়া ঠিকানায় অফিস বা স্কুল কিছুই খুঁজে পাওয়া যায়নি।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গাক স্কুলের সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখে শুরুতে অনেকে আবেদন করেন। তারপর রেজিস্ট্রেশন নিয়ে এক ধরনের মেরিট লিস্ট প্রকাশ করে প্রতারকচক্র। এরপর প্রশিক্ষণ শুরুর জন্য বিভিন্ন বিভাগীয় পর্যায়ের ঠিকানা দেওয়া হয়। পরে প্রশিক্ষণ ফি, পুলিশ ভেরিফিকেশন এবং জামানতের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়। টাকা নেওয়ার পর জাল প্রশিক্ষণ কার্ডসহ বিভিন্ন অফিশিয়াল কাগজপত্র প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়। কিন্তু আসলে এই নামের কোনো প্রতিষ্ঠান বা অফিস কিছুই নেই। টাকা আদায় শেষে প্রার্থীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকচক্রটি।

প্রতারকচক্র বিজ্ঞপ্তিতে উ্ল্লেখ করে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গাক স্কুল—গণশিক্ষা প্রকল্প ২০২৫, ধানমন্ডি, ঢাকা-১২০৯। সুযোগ সুবিধা:

প্রতি মাসের বেতন মাসের ১ থেকে ৩ তারিখে মধ্যে প্রদান করা হবে; মাসিক বেতন ছাড়াও বছরে ২টি উৎসব ভাতা, সিটি ভাতা ও জীবনবীমা ভাতা দেওয়া হবে; কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি। সেই সাথে ২০ বছর স্থায়ীভাবে কাজের সুযোগ; সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ১ লাখ টাকা পরিবারকে প্রদান করা হবে; প্রার্থীদের লেখা-পড়ার সুযোগ থাকবে। কর্মরত শিক্ষার্থীদের প্রত্যেক বছর লটারির মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিদেশ যাওয়ার সুযোগ থাকবে; পরীক্ষার সময় এবং নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস থাকবে এবং পুরুষদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭দিন থাকবে। এ ছাড়া, পুলিশ তদন্ত হবার পরই আপনি উপযুক্ত বলে বিবেচিত হবেন। (পুলিশ তদন্তের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য)।’

WhatsApp Image 2026-01-22 at 7.14.06 PM

এমন ভালো সুযোগ–সুবিধা দেখে অনেকে আবেদন করছে আর প্রতারকচক্র তাদের পকেট কাটছে।

চট্টগ্রামের একজন ভুক্তভোগী লিপি আক্তার (ছদ্মনাম) বলেন, আমি গত অক্টোবর মাসে চাকরির বিজ্ঞপ্তি দেখে ৪২০ টাকা দিয়ে আবেদন করি। পরে তারা আমাকে প্রশিক্ষণের জন্য কার্ড পাঠায়। তবে চাকরির জামানত হিসেব তারা একদিনের মধ্যে ৫ হাজার টাকা চায়। এই টাকা চাওয়ায় আমার বিষয়টি ভালো লাগেনি। পরে তাদের অফিসের ব্যাপারে খোঁজখবর নিয়েও বিষয়টি ভুয়া বলে জেনেছি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কামরুজ্জামান নামের একজন শিক্ষক তাদের নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট দিয়ে লিখেছেন, ‘‘এই বিজ্ঞপ্তির মাধ্যমে অনেকের থেকে টাকা নেওয়া হচ্ছে। সবাই সতর্ক থাকুন। এই বিজ্ঞপ্তি সঠিক নয়।’’

প্রতারকচক্রের বিজ্ঞপ্তি ও টাকা গ্রহণের মোবাইল ফোন (০১৯৭৯৯১৯৫৪৭) নম্বরে সাংবাদিক পরিচয় দিলেই ফোন কেটে দেওয়া হয়।

এ বিষয়ে গ্রাম উন্নয়ন কর্মের (গাক) কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিজেনকে বলেন, “আমদের চাকরির বিজ্ঞাপন ভালো কিছু পত্রিকা ও বিডিজবসের মাধ্যমে প্রকাশ করা হয়। অন্য কোনো জায়গায় কেউ বিজ্ঞপ্তি প্রকাশ করলে সেটা অবশ্যই ভুয়া।” তিনি সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার কথা জানান।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “আমরা সামাজিক মাধ্যম বা অনলাইনের সব বিষয় মনিটরিং করার সুযোগ পাই না। তবে কোনো ব্যক্তি নির্দিষ্ট বিষয়ে অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করি।”

আরও দেখুন

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

১ ঘণ্টা আগে

গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

গাক স্কুলের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চাকরির বিজ্ঞপ্তি দেখে শুরুতে আবেদন করেন। তারপর রেজিস্ট্রেশন নিয়ে এক ধরেনর মেরিট লিস্ট প্রকাশ করে তারা। এরপর প্রশিক্ষণ ফি, পুলিশ ভেরিফিকেশন এবং জামানতের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়।

২ ঘণ্টা আগে

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

আসন্ন নির্বাচন শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

১ দিন আগে

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

৪ লাখ ৭৮ হাজারের বেশি প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন: নির্বাচন কমিশন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

১ দিন আগে