শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
মুক্ত আলোচনা
যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের অসম্পূর্ণতাগুলো সমৃদ্ধ করার জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই। তবে একথা সত্য যে আজকাল আমাদের অনেকেরই চিন্তার দৈর্ঘ্য খুবই ছোট।
একটা সময় শিক্ষিত লোক মানেই তথ্যের সমাবেশ বুঝতাম, এমনটাই ভাবতাম। কিন্তু এখন আর তেমন ভাবি না। বিষয়ভিত্তিক শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই আমাদের দেশে আজকাল দার্শনিকও তৈরি হচ্ছে না। ইন্টারনেট ছাড়া আমরা সীমার বাইরে গিয়ে শেষটাও দেখতে চাই না।
আমি নিজেকেও পাল্টাব না আবার কারও অধীনও আমি হব না, এমন ঝুঁকি আর যাই হোক আমি অন্তত নেব না। এই মনোবৃত্তের মানুষগুলো বেশি দিন, শেষ পর্যন্ত একে অন্যকে ধরে রাখতে পারে না।
মধ্য বয়স, এটি আসলেই একটা খারাপ বয়স, এই বয়সে দোটানা কাজ করে বেশি এবং এই বয়সটাকে একটা বিশ্রি সংকটময় সময়ও বলা যায়। শুধু সংকটময় নয় যাবতীয় মন খারাপের উপাদান এই বয়সেই বেশি দেখা দেয়।
একজনের ভুলে অন্যজন কষ্ট পেল, হু কেয়ারস, ভাবখানা যেন এমন, অর্থাৎ আমি বলতে চাইছি প্রেম হোক কিংবা না হোক, প্রত্যেকটা মানুষের একজন নিজস্ব শখের পছন্দের মানুষ থাকা খুব জরুরি। ধরুন আমার বয়স এখন যদি ৬০ হয়, তাহলে বড় জোর আমি আর ১০ হাজার দিন বাঁচব, তাহলে এত হিসাব নিকাশ কিসের? সময়ের চাহিদা মতো নিজেকে উজাড় করে দিন।
অভিমান জমতে দেবেন না নিজের মধ্যে। কেননা অভিমানই একসময় অভিযোগে পরিণত হয়। একদম হাতের নাগালের জিনিসটাও শুধুমাত্র অভিমান, অভিযোগ, নালিশের কারণে নিমিষেই হাতছাড়া হয়ে যায়। তখন অকাট্য যুক্তিও ভাগ্যের কাছে হার মানে। (২১ ডিসেম্বর ২০২৪)
—শরীফুল আলম. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
মুক্ত আলোচনা
যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের অসম্পূর্ণতাগুলো সমৃদ্ধ করার জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই। তবে একথা সত্য যে আজকাল আমাদের অনেকেরই চিন্তার দৈর্ঘ্য খুবই ছোট।
একটা সময় শিক্ষিত লোক মানেই তথ্যের সমাবেশ বুঝতাম, এমনটাই ভাবতাম। কিন্তু এখন আর তেমন ভাবি না। বিষয়ভিত্তিক শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই আমাদের দেশে আজকাল দার্শনিকও তৈরি হচ্ছে না। ইন্টারনেট ছাড়া আমরা সীমার বাইরে গিয়ে শেষটাও দেখতে চাই না।
আমি নিজেকেও পাল্টাব না আবার কারও অধীনও আমি হব না, এমন ঝুঁকি আর যাই হোক আমি অন্তত নেব না। এই মনোবৃত্তের মানুষগুলো বেশি দিন, শেষ পর্যন্ত একে অন্যকে ধরে রাখতে পারে না।
মধ্য বয়স, এটি আসলেই একটা খারাপ বয়স, এই বয়সে দোটানা কাজ করে বেশি এবং এই বয়সটাকে একটা বিশ্রি সংকটময় সময়ও বলা যায়। শুধু সংকটময় নয় যাবতীয় মন খারাপের উপাদান এই বয়সেই বেশি দেখা দেয়।
একজনের ভুলে অন্যজন কষ্ট পেল, হু কেয়ারস, ভাবখানা যেন এমন, অর্থাৎ আমি বলতে চাইছি প্রেম হোক কিংবা না হোক, প্রত্যেকটা মানুষের একজন নিজস্ব শখের পছন্দের মানুষ থাকা খুব জরুরি। ধরুন আমার বয়স এখন যদি ৬০ হয়, তাহলে বড় জোর আমি আর ১০ হাজার দিন বাঁচব, তাহলে এত হিসাব নিকাশ কিসের? সময়ের চাহিদা মতো নিজেকে উজাড় করে দিন।
অভিমান জমতে দেবেন না নিজের মধ্যে। কেননা অভিমানই একসময় অভিযোগে পরিণত হয়। একদম হাতের নাগালের জিনিসটাও শুধুমাত্র অভিমান, অভিযোগ, নালিশের কারণে নিমিষেই হাতছাড়া হয়ে যায়। তখন অকাট্য যুক্তিও ভাগ্যের কাছে হার মানে। (২১ ডিসেম্বর ২০২৪)
—শরীফুল আলম. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।