নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। এই পরিস্থিতি কাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধীদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর অবস্থান যদিও অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে আজ শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে।
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। এই পরিস্থিতি কাল রোববার থেকে আর থাকবে না। তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধীদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজ সকালে জানান, ‘নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।’
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে, গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।
ইউরোপের দেশ ইতালিতে পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ (১২) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।