logo
খবর

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৪ ঘণ্টা আগে
Copied!
তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে তুরস্কে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৭৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক এবং সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইনফো মাইগ্রান্টস।

প্রতিবেদনে বলা হয়, দেশটির অভিযানে মোট তিন লাখ ৭২ হাজার ৪০৯ জনের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হয়েছে। তাদের মধ্যে ৪৭৮ জনকে অনিয়মিত অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ১৪ হাজারেরও বেশি স্থানে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাহিনীর ২৭ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমাদের অভিবাসন ব্যবস্থাপনা মানবাধিকার, নাগরিক মূল্যবোধ ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়। একইসঙ্গে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

ইয়েরলিকায়া বলেন, আটক করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের কৌশলগত পদ্ধতি দেশকে অনিয়মিত অভিবাসন ও ট্রানজিট দেশে পরিণত হওয়া থেকে রক্ষা করেছে৷

গত কয়েক বছরে তুরস্কে অনিয়মিত অভিবাসীর সংখ্যা তুলনামূলক কমেছে। কিন্তু আফ্রিকা এবং আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তুরস্কে এখনও অভিবাসীরা আসছেন। আর এসব কারণে দেশটির কর্তৃপক্ষ আরও সতর্ক অবস্থানে আছে জানিয়েছেন মন্ত্রী।

আরও দেখুন

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে তুরস্কে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৭৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক এবং সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নির্যাতনের শিকার ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নির্যাতনের শিকার ৮ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাউকে দুবাই, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটারসংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার পর থাইল্যান্ড থেকে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে তাদের ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

১ দিন আগে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।”

১ দিন আগে

ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিতের ব্যাখ্যা দিল বিমান কর্তৃপক্ষ

ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিতের ব্যাখ্যা দিল বিমান কর্তৃপক্ষ

বিবৃতিতে বলা হয়, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়।

১ দিন আগে