logo
সুপ্রবাস

ওয়েলসে বাংলাদেশ কমিউনিটির বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪
Copied!
ওয়েলসে বাংলাদেশ কমিউনিটির বিজয় দিবস উদ্‌যাপন
ওয়েলসের কার্ডিফে বাংলাদেশ কমিউনিটি উদ্‌যাপন করেছে বিজয় দিবস

যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপন করা হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর কার্ডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মাধ্যমে মহান বিজয় দিবস উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করা হয়।

কার্ডিফের বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশিদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে কার্ডিফ শহীদ মিনার।

যুক্তরাজ্য সময় ১২টা ১ মিনিট থেকে দলমত–নির্বিশেষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী, কমিউনিটি নেতা ও বিভিন্ন স্তরের মানুষ শহীদবেদিতে মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ করা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো হলো—ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, বিএনপি ও যুবদলের ওয়েলস শাখা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওয়েলস শাখা, যুবলীগের নিউপোর্ট শাখা, ওয়েলস গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিয়ন ও নিউপোর্ট শাখা, অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস ইউকে সাউথ ওয়েলস শাখা, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস বাংলাদেশ সোসাইটি, ওয়েলস বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন।

কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর বাবলিন মল্লিকের সভাপতিত্বে আলোচনায় বক্তারা দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন, ‘যাদের কারণে আমরা লাল–সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসেবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলেছি, সেই বীরদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

আলোচনা সভায় কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ, আসাদ মিয়া, আসরাফ হোসেন, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শাহ শাফি কাদির, আবদুর রুউফ তালুকদার, সিতাব আলী, মাহমুদ আলী, ফয়ছল রহমান, নুরুল ইসলাম, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া, বেলাল আহমেদ, হারুন মিয়া, বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর, যুবেদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সভা পরিচালনা করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর।

সবশেষে তিনি উপস্থিত সবাইকে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

এই নির্বাচন শুধু একটি শহরের নেতৃত্ব বদলে দেয়নি, এটি বদলে দিয়েছে রাজনৈতিক বাস্তবতা ও কল্পনার সীমানা। নিউইয়র্ক—যে শহরকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী, যেখানে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে।

৭ দিন আগে

বাহরাইনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জন্য এক বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প।

১৩ দিন আগে

কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েতস্থ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

কুয়েতে ঈদুল আজহা উপলক্ষে কুয়েতপ্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

১৩ দিন আগে

একটা মৃত্যু চেয়েছি

একটা মৃত্যু চেয়েছি

একটা মৃত্যু চেয়েছি— নীরব, নিরুচ্চার, যেখানে শব্দেরা আর খোঁচা দেবে না, প্রশ্নেরা চোখে চোখ রাখবে না আর।

১৩ দিন আগে