logo
সুপ্রবাস

বিএনপির কুয়েত শাখার বিজয় দিবস উদ্‌যাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ ডিসেম্বর ২০২৪
Copied!
বিএনপির কুয়েত শাখার বিজয় দিবস উদ্‌যাপন
কুয়েতে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে বিএনপির কুয়েত শাখা। ছবি: জাহিদ হোসেন জনি

বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুয়েত শাখা। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কুয়েত শাখা যৌথভাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান শামছ।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কুয়েত শাখার নেতৃবৃন্দ।

IMG_20241219_234356

মাহফুজ রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদ্‌যাপন করতে পারছে। এই বিজয় ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই এ বিজয়কে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।

তিনি বলেন, কুয়েতে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বিগত সময় কিছু মনোমালিন্য থাকলেও আমরা উদ্যোগ নিয়েছি এবারের বিজয় দিবসের আমাদের অঙ্গীকার হবে কুয়েতে ঐক্যবদ্ধ বিএনপি। এর জন্য আমি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত রয়েছি তবুও কুয়েত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির কুয়েত শাখা প্রবাসীদের কথা বলে এবং তাদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সমাপনী বক্তব্যে আখতারুজ্জামান শামছ বলেন বিএনপির কুয়েত শাখা ভবিষ্যতে আরও বেশি ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের মাঝে কাজ এবং বিএনপির হাতকে শক্তিশালী করবে। 

আলোচনা শেষে প্রবাসী শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। বুধবার (২ এপ্রিল) পরিচয়পত্র পেশ করেন তিনি।

২ দিন আগে

জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশি মুসলমানরা উদ্‌যাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদ নামাজের মাধ্যমে শুরু হয় এই উৎসব।

২ দিন আগে

মিলানে বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

মিলানে বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মিলানে বসবাসরত বাংলাদেশি মুসলমানরা রোববার (৩০ মার্চ) বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দ–উল্লাসের মাধ্যমে উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর।

৩ দিন আগে

দুবাইয়ে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

দুবাইয়ে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

৩ দিন আগে