মাহবুব সরকার, আবুধাবি থেকে
বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।
অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷
বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।
অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস ও জুলাই বিয়ন্ড বর্ডার্স উদ্যাপন করা হয়েছে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় লি কাদরি বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।