মাহবুব সরকার, আবুধাবি থেকে
বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।
অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷
বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।
অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷
জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতে উদ্যাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মালয়েশিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশের মালয়েশিয়া শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপং আমান পুরী সুরাও গাউসুল আজমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জমকালো আয়োজন উদ্যাপন করা হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (১৫ এপ্রিল) আবুধাবির একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি পরিচয়পত্র পেশ করেন।