logo
সুপ্রবাস

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

রফিক আহমদ খান, মালয়েশিয়া১ দিন আগে
Copied!
মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় লি কাদরি বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর দাতুক ড. রোহানা বিন্তে ইউসুফ, খালিদ আবদুল্লাহ বিন আবু বকর, কুমারেশ কুমার এ/এল থাভানায়াগাম ও ড. শায়লা ইসলামসহ বিভিন্ন দেশের কুটনীতিক।
বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সংগঠনের সভাপতি ও বিএসওএমের সহসভাপতি পিএইচডি গবেষক এস এম তোপাজল টিম বাংলাদেশকে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নাচ, গান, ফ্যাশন শো, ব্যান্ড সংগীত ও বাংলাদেশ ডিসপ্লের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

1000043392

নাচ-গান, ফ্যাশন শো, নাটক ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, জিম্বাবুয়ে, চীন, ব্রুনাই, পাকিস্তান, ইয়েমেন, সৌদি আরব, মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্য উপস্থাপন করেন।

এস এম তোপাজল বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের পরিবেশনার মূল প্রতিপাদ্য ছিল দেশপ্রেম। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য।’

1000043393

অনুষ্ঠানে সমন্বয়ে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমতাহা আলম রায়বা, বিএসওএমের মিডিয়া অ্যান্ড আইটি জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম পিন্টু, সাবরিনা আক্তার তৃপ্তি, শাকিল আহমেদ, অমিয়া আহনাফ, মোহাম্মাদ সাফওয়ানুল ইসলাম ও জুবায়ের আহমেদ প্রমুখ।

পারফর্মারদের মধ্যে ছিলেন মোহলাঈল ফাগুন, নাইসা, নাজিফ, সারাহ সারওয়ার, তাসফিয়া মোস্তারী, মোহাম্মাদ আব্দুর রব, জুবায়ের সরকার, তাসফিয়া তাসনিম, জাবির আহমেদ, শ্রাবণ, ইফফাত তাইবা, নাখেল খান, সামসুন্নাহার মিশু, নাফিউ, তাহাসিন ও রাফিদ মাওলা প্রমুখ।

উল্লেখ্য, এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) টিম। 

আরও পড়ুন

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস ও জুলাই বিয়ন্ড বর্ডার্স উদ্‌যাপন করা হয়েছে।

১ দিন আগে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।

১ দিন আগে

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় লি কাদরি বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১ দিন আগে

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

১ দিন আগে