logo
সুপ্রবাস

গ্রিসে রেমিট্যান্স উৎসব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
গ্রিসে রেমিট্যান্স উৎসব
ছবি: সংগৃহীত

গ্রিস থেকে বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি হাতে নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

এই কর্মসূচির স্লোগান ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’। এ কর্মসূচিতে অংশ নিচ্ছে গ্রিসের বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠান গিয়ে উৎসাহ দিচ্ছেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি এথেন্সের পাথিশিয়ন এলাকার তাজমহল ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শন করেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির মালিক এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে।’

রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে লটারির আয়োজন করে তাজমহল মানি ট্রান্সফার এজেন্সি। লটারিতে বিজয়ী আট প্রবাসীকে পুরস্কার দেওয়া হয়।

আরও দেখুন

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

মাদ্রিদে বাংলাদেশি দুই তরুণের রেস্তোরাঁয় বাংলা খাবারের ভিন্ন মাত্রা

হাসান বিন মাহমুদুল্লাহ। আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিপূর্ণ হালাল খাবারের মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটি একটা ভালো উদ্যোগ বিশেষ করে মুসলিমদের জন্য।

১ দিন আগে

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মালয়েশিয়ায় ইয়ুথ হাব সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান ইউনেটের সমঝোতা চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম যৌথভাবে বাস্তবায়ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে যুব উন্নয়নে কাজ করবে।

১ দিন আগে

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে