ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
কানাডায় বসবাসকারী বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের একটি অন্যতম প্ল্যাটফর্ম ‘টরন্টো ফিল্ম ফোরাম’। সংগঠনটি ২০১৪ সালে টরন্টোতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য যেকোনো ভাষা, রীতি ও ধারার স্বাধীন শৈল্পিক চলচ্চিত্র প্রদর্শন ও প্রচার করা।
প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে টরন্টো ফিল্ম ফোরাম প্রতি মাসে কানাডার বিভিন্ন কমিউনিটি ও সম্প্রদায়ের মানুষের সাংষ্কৃতিক চিন্তা–চেতনার সমৃদ্ধি বিকাশের নিরিখে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। সংগঠনটির মাসিক চলচ্চিত্র প্রদর্শন দর্শকদের বিনোদন ও জ্ঞানের বিস্তৃতির জন্য নিঃসন্দেহে এক দুর্দান্ত ভূমিকা পালন করে।
টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা বিশ্বাস করেন, সাংষ্কৃতিকভাবে সুন্দর একটি ভারসাম্যময় সহাবস্থানসহ একটি বহুসংস্কৃতি (multicultural) নির্ভর পরিবেশ সবার জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে পারে। চলচ্চিত্র প্রদর্শনী অন্যদের চিন্তাভাবনা, জীবনযাত্রা এবং সৌন্দর্য রীতি–নীতিকে জানার একটি নুতন দিগন্তকেও উন্মুক্ততা দেয়।
টরন্টো ফিল্ম ফোরাম বহুসংস্কৃতির চিন্তা–চেতনার সৌন্দর্য তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বহুসংস্কৃতির এক চলচ্চিত্র উৎসব (টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫) আয়োজন করেছে। এটি ফোরামের অষ্টম আয়োজন।
টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০২৫) টরন্টোর সিনেপ্লেক্স ওডিয়ন (এগলিন্টন টাউন সেন্টার, ২২ লেবোভিক অ্যাভিনিউ, স্কারবোরো) এবং মাল্টিকালাচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরামের প্রথম চলচ্চিত্র উৎসব ২০১৭ সালের ১ জুলাই কানাডার জন্মের ১৫০তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।
কানাডায় বসবাসকারী বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের একটি অন্যতম প্ল্যাটফর্ম ‘টরন্টো ফিল্ম ফোরাম’। সংগঠনটি ২০১৪ সালে টরন্টোতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য যেকোনো ভাষা, রীতি ও ধারার স্বাধীন শৈল্পিক চলচ্চিত্র প্রদর্শন ও প্রচার করা।
প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে টরন্টো ফিল্ম ফোরাম প্রতি মাসে কানাডার বিভিন্ন কমিউনিটি ও সম্প্রদায়ের মানুষের সাংষ্কৃতিক চিন্তা–চেতনার সমৃদ্ধি বিকাশের নিরিখে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। সংগঠনটির মাসিক চলচ্চিত্র প্রদর্শন দর্শকদের বিনোদন ও জ্ঞানের বিস্তৃতির জন্য নিঃসন্দেহে এক দুর্দান্ত ভূমিকা পালন করে।
টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা বিশ্বাস করেন, সাংষ্কৃতিকভাবে সুন্দর একটি ভারসাম্যময় সহাবস্থানসহ একটি বহুসংস্কৃতি (multicultural) নির্ভর পরিবেশ সবার জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে পারে। চলচ্চিত্র প্রদর্শনী অন্যদের চিন্তাভাবনা, জীবনযাত্রা এবং সৌন্দর্য রীতি–নীতিকে জানার একটি নুতন দিগন্তকেও উন্মুক্ততা দেয়।
টরন্টো ফিল্ম ফোরাম বহুসংস্কৃতির চিন্তা–চেতনার সৌন্দর্য তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বহুসংস্কৃতির এক চলচ্চিত্র উৎসব (টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫) আয়োজন করেছে। এটি ফোরামের অষ্টম আয়োজন।
টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০২৫) টরন্টোর সিনেপ্লেক্স ওডিয়ন (এগলিন্টন টাউন সেন্টার, ২২ লেবোভিক অ্যাভিনিউ, স্কারবোরো) এবং মাল্টিকালাচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরামের প্রথম চলচ্চিত্র উৎসব ২০১৭ সালের ১ জুলাই কানাডার জন্মের ১৫০তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।
এই নির্বাচন শুধু একটি শহরের নেতৃত্ব বদলে দেয়নি, এটি বদলে দিয়েছে রাজনৈতিক বাস্তবতা ও কল্পনার সীমানা। নিউইয়র্ক—যে শহরকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী, যেখানে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জন্য এক বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প।
কুয়েতে ঈদুল আজহা উপলক্ষে কুয়েতপ্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
একটা মৃত্যু চেয়েছি— নীরব, নিরুচ্চার, যেখানে শব্দেরা আর খোঁচা দেবে না, প্রশ্নেরা চোখে চোখ রাখবে না আর।