logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় বিডি এক্সপ্যাটসের বৈশাখী মেলা ২৬ এপ্রিল

রফিক আহমদ খান, মালয়েশিয়া২২ এপ্রিল ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিডি এক্সপ্যাটসের বৈশাখী মেলা ২৬ এপ্রিল

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল (শনিবার) কুয়ালালামপুরের মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে (KLSCAH) অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

মেলা আয়োজক কমিটির আহবায়ক অসীম সাহা রায় জানান, ‘মেলাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দিনটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নতুন বছর উপলক্ষে আয়োজিত উৎসবে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন। পোশাক-আশাক, সাজসজ্জা, ভোজন-আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজনে দিনটি পরিণত করতে চাই এক খাঁটি বাঙালিয়ানার মিলনমেলায়। বাংলা সংস্কৃতির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে বৈশাখী মেলাটি শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।’

আয়োজকদের প্রত্যাশা, বিগত বছরের মতো এবারও দলে দলে মেলায় অংশ নেবেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার বাঙালি এই মেলায় সমবেত হবেন।

মেলার প্রধান আকর্ষণসমূহের মধ্যে থাকবে:

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, স্মৃতিচারণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে র‍্যাফেল ড্র যেখানে বেশ কিছু কাপল রিটার্ন টিকিট (প্লেন)সহ প্রায় ৬০টি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

মেলা কমিটির সদস্য পাভেল সারওয়ার জানান, স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও যোগ দেবেন সংগীতশিল্পীরা। তারা এই দিনটিকে করে তুলবেন আরও রঙিন ও প্রাণবন্ত।

মেলা কমিটির যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান রিয়াজ জানান, অংশগ্রহণ ও আয়োজনের ব্যাপকতায় মালয়েশিয়ার বৈশাখী মেলাটি বাংলাদেশের বাইরে বর্ষবরণের অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হবে। প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ায় মালয়েশিয়ার মূলধারার সমাজ ও প্রশাসনও এখন গুরুত্ব সহকারে এই উৎসবকে গ্রহণ করেছে।

দিনব্যাপী এই উৎসবে থাকবে দেশীয় খাবারের দোকান, যেমন পান্তা-ইলিশ এবং নানা ধরনের দেশীয় পণ্যের স্টল, যা আকর্ষণ করবে সকল বয়সের দর্শনার্থীকে।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় ও অন্যান্য বিদেশিরাও এই বৈশাখী মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাঙালি-বাংলাদেশিদের বাংলা নববর্ষের এই প্রাণের উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

মেলায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার।

আরও দেখুন

কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেন। আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

১ দিন আগে

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে।

২ দিন আগে

টোকিওতে জাপানি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

টোকিওতে জাপানি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সাংবাদিকদের কাছে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া এবং স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে এই গণতান্ত্রিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অঙ্গীকারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

৫ দিন আগে

এলডিসি উত্তরণের পর সুইজারল্যান্ডের অগ্রাধিকারমূলক সুবিধা সম্প্রসারণের অনুরোধ বাংলাদেশের

এলডিসি উত্তরণের পর সুইজারল্যান্ডের অগ্রাধিকারমূলক সুবিধা সম্প্রসারণের অনুরোধ বাংলাদেশের

বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে সুইস পক্ষকে অবহিত করেন এবং একই সঙ্গে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন।

৮ দিন আগে