বিডিজেন ডেস্ক
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।
রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতের পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁকে গ্রহণ করায় তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূতও ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।
রাষ্ট্রদূত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই-আগস্ট মাসে ছাত্র–শ্রমিক–জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে। তিনি পরিবর্তিত বাংলাদেশে জনআকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল কর্মকর্তা–কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মানোন্নয়নের আহ্বান জানান।
রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত।
উল্লেখ্য, সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ‘ঢাকা ইউনিভার্সিটি নাইট– গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ এবং প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বর্তমান কার্যকরি পরিষদের উদ্যোগে এতবড় আয়োজন করা হয়।
কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। সম্প্রতি কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন।
বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং জাপান পক্ষের নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।