logo
সুপ্রবাস

পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে লালন সন্ধ্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে লালন সন্ধ্যা
লালন সন্ধ্যা ২০২৪। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডার্বিতে অনুষ্ঠিত হয়েছে ‘লালন সন্ধ্যা ২০২৪’ নামে সংগীত ও কবিতার এক মনোমুগ্ধকর সন্ধ্যা।

২৭ অক্টোবর (রোববার) বলাকার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের বিখ্যাত গান ও দর্শনকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত সন্ধ্যা উপহার দেন সংগীতশিল্পী নারায়ণ বোস এবং বলাকার শিল্পীরা।

গোষ্ঠী সংগীতে অংশগ্রহণ করেন নারায়ণ বোস, বিজয়া সেনগুপ্তা, রীনা বোস, প্রিয়াঙ্কা বিশ্বাংগ্রী, ঝুমা দাশ, সামসুম মুনিরা কস্তুরী, নার্গিস পারভীন, হেনা হোসেন, গুলশান আরা সাফি, মোহনা বোস গৌরী, মিতু মণ্ডল, মুরাদ হোসেন, ফারুক আহাম্মেদ পলাশ, মোহাম্মদ সেকুল মিয়া, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, হিমাদ্রি হিমু, ত্রিদীপ বিশ্বাস।

image
Lalan Sandhya 2
caption

তবলায় ছিলেন তপন মোদক।

গানের পাশাপাশি সন্ধ্যায় ছিল কবিতা মজমা শিরোনামে কবিতা পাঠ। যা ছিল বিচ্ছেদ ও অন্তর্মুখী অনুভূতির ওপর ভিত্তি করে।

এতে আবেগময় কবিতা করেন রুমানা আলম, দিলরুবা আফরোজ রুবা, ফারুক আহাম্মেদ পলাশ, জোহরা খাতুন কলি এবং অভিষেক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লালন সন্ধ্যার আহবায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদুল হাসান সারওয়ার ড্যানিয়েল এবং সদস্য সচিব ফারুক আহাম্মেদ পলাশ।

অনুষ্ঠান পরিকল্পনা ও বিন্যাসে ছিলেন বদরুজ্জামান আলমগীর। তিনি লালন অন্বেষার ওপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।

এ ছাড়া, লালনের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র উপস্থাপন করেন মোহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমানা আলম ও মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল।

গীত–আলেখ্য উপস্থাপন করেন সামসুম মুনিরা কস্তুরী। এই উপস্থাপনা লালন সন্ধ্যার গভীরতা ও সুরেলা আবহকে আরও সমৃদ্ধ করে।

লালন ফকিরের গান, কবিতার অভিব্যক্তি, আলোচনা ও তথ্যচিত্রের সমন্বয়ে এই সন্ধ্যা ছিল একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টান এসির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। বুধবার (২ এপ্রিল) পরিচয়পত্র পেশ করেন তিনি।

২ দিন আগে

জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

জেনেভায় আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের ঈদ উদ্‌যাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশি মুসলমানরা উদ্‌যাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদ নামাজের মাধ্যমে শুরু হয় এই উৎসব।

২ দিন আগে

মিলানে বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

মিলানে বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মিলানে বসবাসরত বাংলাদেশি মুসলমানরা রোববার (৩০ মার্চ) বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দ–উল্লাসের মাধ্যমে উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর।

৩ দিন আগে

দুবাইয়ে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

দুবাইয়ে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

৩ দিন আগে