

প্রতিবেদক, বিডিজেন

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে সিএসসি স্কলারশিপে টিউশন ফি ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে এই বিশ্ববিদ্যালয়।
আবেদনের যোগ্যতা
১. আন্তর্জাতিক শিক্ষার্থী ও শারীরিকভাবে সুস্থ হতে হবে
২. স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের হতে হবে
৩. পিএইচডির জন্য বয়স ৪০ বছরের নিচে হতে হবে
৪. টোফেলে ৮০ অথবা আইইএলটিএসে ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে
সুযোগ–সুবিধা
১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
২. বিনামূল্যে আবাসন সুবিধা প্রদান করবে
৩. মাসিক ভাতা হিসেবে স্নাতকোত্তরে ৩ হাজার ও পিএইচডিতে ৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে
প্রয়োজনীয় নথিপত্র
১. চীন সরকারের স্কলারশিপের আবেদন ফরম
২. সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি
৩. স্টাডি প্ল্যান/রিসার্চ প্ল্যান (১ হাজার শব্দের মধ্যে, ইংরেজি বা চীনা ভাষায়)
৪. দুজন অধ্যাপকের সুপারিশপত্র
৫. পাসপোর্টের স্ক্যানড কপি
৬. স্বাস্থ্য পরীক্ষার সনদ
আবেদনের শেষ তারিখ
আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬
*CSC-র অফিশিয়াল আবেদন পোর্টাল:
studyinchina.csc.edu.cn
*উহান ইউনিভার্সিটি-র আন্তর্জাতিক শিক্ষার্থী দের জন্য আবেদন পোর্টাল:
admission.whu.edu.cn

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে সিএসসি স্কলারশিপে টিউশন ফি ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে এই বিশ্ববিদ্যালয়।
আবেদনের যোগ্যতা
১. আন্তর্জাতিক শিক্ষার্থী ও শারীরিকভাবে সুস্থ হতে হবে
২. স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের হতে হবে
৩. পিএইচডির জন্য বয়স ৪০ বছরের নিচে হতে হবে
৪. টোফেলে ৮০ অথবা আইইএলটিএসে ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে
সুযোগ–সুবিধা
১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
২. বিনামূল্যে আবাসন সুবিধা প্রদান করবে
৩. মাসিক ভাতা হিসেবে স্নাতকোত্তরে ৩ হাজার ও পিএইচডিতে ৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে
প্রয়োজনীয় নথিপত্র
১. চীন সরকারের স্কলারশিপের আবেদন ফরম
২. সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি
৩. স্টাডি প্ল্যান/রিসার্চ প্ল্যান (১ হাজার শব্দের মধ্যে, ইংরেজি বা চীনা ভাষায়)
৪. দুজন অধ্যাপকের সুপারিশপত্র
৫. পাসপোর্টের স্ক্যানড কপি
৬. স্বাস্থ্য পরীক্ষার সনদ
আবেদনের শেষ তারিখ
আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬
*CSC-র অফিশিয়াল আবেদন পোর্টাল:
studyinchina.csc.edu.cn
*উহান ইউনিভার্সিটি-র আন্তর্জাতিক শিক্ষার্থী দের জন্য আবেদন পোর্টাল:
admission.whu.edu.cn
মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।
বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে উহান বিশ্ববিদ্যালয়।
থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়্যাল থাই স্কলারশিপের আওতায় বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধনে এই বৃত্তি দেয় থাইল্যান্ড সরকার।
আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।