logo
বিদেশে উচ্চশিক্ষা

রোমানিয়ায় স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রোমানিয়ায় স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

ইউরোপের রোমানিয়া উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য। শেনজেনভুক্ত এ দেশটি বিশ্বমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিত এবং প্রতিবছর বিদেশি হাজারো শিক্ষার্থীকে স্বাগত জানায়। দেশটি পড়াশোনার জন্য দারুণ পরিবেশ রেখেছে।

প্রতি শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশের নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা। রেজিস্ট্রেশন ফি প্রদান করবে। মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো দেবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করবে। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করবে।

ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াসে পড়তে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থী হতে হবে। প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের মধ্যে হতে হবে।

জীবনবৃত্তান্ত (সিভি), স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম, যে ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম, যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি, জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি, পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ (প্রথম তিন পৃষ্ঠা), মেডিকেল সার্টিফিকেট, ইউরো পাস ফরম্যাটের সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি, এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট লাগবে।

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশুচিকিৎসায় অধ্যয়ন করা যাবে।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, এ দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। অনলাইনে আবেদনের সুযোগ থাকে। তাতে জমা দিতে হয় প্রয়োজনীয় সব কাগজপত্র।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

৩ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

১৭ দিন আগে

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

২০ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় লা ট্রোব ইউনির্ভাসিটি। এই বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি স্কলারশিপের সুযোগ দিচ্ছে।

১০ এপ্রিল ২০২৫