logo
বিদেশে উচ্চশিক্ষা

রোমানিয়ায় স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রোমানিয়ায় স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত

ইউরোপের রোমানিয়া উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য। শেনজেনভুক্ত এ দেশটি বিশ্বমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিত এবং প্রতিবছর বিদেশি হাজারো শিক্ষার্থীকে স্বাগত জানায়। দেশটি পড়াশোনার জন্য দারুণ পরিবেশ রেখেছে।

প্রতি শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশের নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়।

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা। রেজিস্ট্রেশন ফি প্রদান করবে। মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো দেবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করবে। পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করবে।

ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াসে পড়তে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থী হতে হবে। প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের মধ্যে হতে হবে।

জীবনবৃত্তান্ত (সিভি), স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম, যে ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম, যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি, জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি, পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ (প্রথম তিন পৃষ্ঠা), মেডিকেল সার্টিফিকেট, ইউরো পাস ফরম্যাটের সিভি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি, এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট লাগবে।

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশুচিকিৎসায় অধ্যয়ন করা যাবে।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, এ দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। অনলাইনে আবেদনের সুযোগ থাকে। তাতে জমা দিতে হয় প্রয়োজনীয় সব কাগজপত্র।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশটির হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’–এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।

১২ দিন আগে

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

২২ দিন আগে

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

০১ সেপ্টেম্বর ২০২৫

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৭০ শতাংশ কমেছে, প্রভাব শিক্ষা খাতে

কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।

৩০ আগস্ট ২০২৫