logo
বিদেশে উচ্চশিক্ষা

সুইজারল্যান্ডে ইটিএইচ স্কলারশিপ, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ নভেম্বর ২০২৪
Copied!
সুইজারল্যান্ডে ইটিএইচ স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেরই বেশ পছন্দের দেশ সুইজারল্যান্ড। প্রতি বছরই বিদেশিদের একটি বড় অংশ যান সুইজারল্যান্ডে অধ্যয়ন করতে। এর মধ্যে স্কলারশিপ নিয়েও যান অনেকে। বাংলাদেশ থেকেও এই সুবিধা রয়েছে। বিনা খরচে আপনিও উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি পাবেন বিভিন্ন সুবিধা।

প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দেয় সুইজারল্যান্ড ও দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ তেমনই একটি বৃত্তি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তরে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

ইটিএইচ জুরিখ এক্সিলেন্স বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। জীবনযাপন ও অধ্যয়নের খরচ বাবদ প্রতি সেমিস্টারে ১২ হাজার (১৬ লাখ ৫৭ হাজার ৯৯১ টাকা) সুইস ফ্রাঁঙ্ক দেওয়া হবে। সেখানে তিন বা চার সেমিস্টারে রেগুলার মাস্টার্স হয়ে থাকে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে। আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।

সাধারণত ফান্ডের ওপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রার্থীর সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত বছরের শেষদিকে এই আবেদন আহ্বান করা হয়। এরপর পরের বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। আবেদন করা যায় অনলাইনে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

৪ দিন আগে

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

৫ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

১২ দিন আগে

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।

১২ দিন আগে