logo
বিদেশে উচ্চশিক্ষা

ব্রুনাইয়ের এই স্কলারশিপে দারুণ সব সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জানুয়ারি ২০২৫
Copied!
ব্রুনাইয়ের এই স্কলারশিপে দারুণ সব সুবিধা

প্রতি বছর বিনামূল্যে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ বিনা মূল্যে এ স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য।

আগে জেনে নিন সুবিধাগুলো

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে শিক্ষার্থীদের ২ হাজার ২০০ ব্রুনাই ডলার ( প্রায় ১ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা) প্রদান করবে। রেজিস্ট্রেশনের খরচ প্রদান করা হবে। অন্যান্য ফি মওকুফ করবে। ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের ২৪ মাস ও পিএইচডির মেয়াদ ৩৬ মাস।

বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করা যাবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতা প্রমাণে আইইএলটিএস একাডেমিক ব্যান্ডস্কোর ওভারঅল ৬ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। আবেদনকারীর পূর্ণাঙ্গ সিভি, আবেদনকারীর পাসপোর্ট, রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাজ, রিসার্চ প্রপোজাল থাকতে হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

৮ ঘণ্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় লা ট্রোব ইউনির্ভাসিটি। এই বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি স্কলারশিপের সুযোগ দিচ্ছে।

৯ দিন আগে

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

২৪ মার্চ ২০২৫

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৯ মার্চ ২০২৫