logo
বিদেশে উচ্চশিক্ষা

লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ দিন আগে
Copied!
লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা মাস্টার্স কিংবা পিএইচডি করতে পারবেন বিনা খরচে। থাকা-খাওয়ার খরচও তারাই বহন করবে। ক্যাম্পাসের ডরমেটরি কিংবা অন্য কোথাও থাকা লাগবে। মাস্টার্সের ক্ষেত্রে মাসে ৩ হাজার ইউয়ান (প্রায় ৫০ হাজার টাকা) ভাতা পাবেন। আর পিএইচডিতে পাবেন ৩ হাজার ৫০০ ইউয়ান (প্রায় ৫৮ হাজার টাকা)।

স্বাস্থ্যখাতে খরচের জন্য বছরে পাবেন ৮০০ ইউয়ান (প্রায় ১৩ হাজার টাকা)।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে। অ-চীনা নাগরিক হতে হবে। কোনো অপরাধমূলক রেকর্ড থেকে মুক্ত থাকা লাগবে। উপরন্তু, তাদের অবশ্যই লিয়াওনিং বিশ্ববিদ্যালয় নির্ধারিত একাডেমিক ও ভর্তির মান পূরণ করতে হবে।

মাস্টার্স প্রোগ্রামের প্রার্থীদের অবশ্যই চমৎকার একাডেমিক পারফরম্যান্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩৫ বছরের কম বয়সী হতে হবে। ডক্টরাল প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অসামান্য একাডেমিক রেকর্ডসহ একটি স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং ৪০বছরের কম বয়সী হতে হবে।

আইইএলটিএসে ৬.৫ কিংবা এর বেশি থাকা লাগে। আর টোয়েফলে স্কোর থাকতে হবে অন্তত ৯০।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শেষদিকে পরবর্তি শিক্ষাবর্ষের জন্য আবেদন আহ্বান করে চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়। আবেদন করা যায় অনলাইনে। আর এ জন্য সরকারি ওয়েবসাইটেও আবেদন করতে হয় স্কলারশিপের। আর সেখান থেকেই আসে ফান্ড। সব আবেদন ও কাগজপত্র অনলাইনে জমা দিতে হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

ব্রুনাইয়ে স্কলারশিপ, মাসে মিলবে ২ লাখ টাকা

ব্রুনাইয়ে স্কলারশিপ, মাসে মিলবে ২ লাখ টাকা

প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।

৭ ঘণ্টা আগে

এই স্কলারশিপে চীনে পড়ুন বিনামূল্যে, আবেদন শুরু

এই স্কলারশিপে চীনে পড়ুন বিনামূল্যে, আবেদন শুরু

প্রতি বছর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশিপ দেয় চীনের ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি স্কলারশিপ কর্তৃপক্ষ। দেশটির সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

৪ দিন আগে

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল।

১১ দিন আগে

লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

১৩ দিন আগে