logo
বিদেশে উচ্চশিক্ষা

কাতারে বিনা খরচে পড়তে আবেদন করুন এই স্কলারশিপে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
কাতারে বিনা খরচে পড়তে আবেদন করুন এই স্কলারশিপে

উচ্চশিক্ষায় হাল আমলে কাতার হয়ে উঠেছে অনেকের গন্তব্য। এর অন্যতম কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সুবিধা বাড়িয়েছে। তেমনই একটি বিশ্ববিদ্যালয় কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে তারা।

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপে প্রতি বছর কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজে পড়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

ভিডিওতে দেখুন


আগে জেনে নিন সুবিধাগুলো

এতে দুটো স্কলারশিপে রয়েছে। এর মধ্যে সানাদ স্কলারশিপে সুযোগ-সুবিধার মধ্যে টিউশন ফি কভার করা হয়, মাসিক ভাতা দেওয়া হয়, স্বাস্থ্যবিমা, আবাসন-সুবিধা ও বিমানভাড়া অন্তর্ভুক্ত থাকে। এটি বাংলাদেশি শিক্ষার্থীরা পেতে পারেন। তামিম স্কলারশিপে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন না। এটি আরব বিশ্বের শিক্ষার্থীদের জন্য।

আবেদনে লাগবে যে যোগ্যতা

এই স্কলারশিপের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কাতারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে কোনো ধরনের নির্দিষ্ট বয়সসীমা নেই।

আগ্রহী প্রার্থীর একটি বৈধ ডিগ্রি সনদ, অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, দুটি সুপারিশপত্র, ব্যক্তিগত বিবৃতি, একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত, একটি অ্যাকাডেমিক প্রবন্ধ, ইংরেজির দক্ষতা পরীক্ষার ফলাফল বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সনদ লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

এই স্কলারশিপের জন্য আবেদন-প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আবেদন করতে হলে একটি অ্যাকাউন্ট তৈরি করে সব ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে জমা দিতে হবে। প্রতি বছরের শেষদিকে আবেদন শুরু হয়। আর তা শেষ হয় পরের বছরের জানুয়ারিতে।

এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চদক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

১৬ দিন আগে

৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

৯ শতাংশ বেশি বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো

আগামী বছর (২০২৬) বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজারে উন্নীত করবে অস্ট্রেলিয়া। এতে অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে।

২৪ দিন আগে

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডায় উচ্চশিক্ষা: ১ সেপ্টেম্বর থেকে ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।

২৯ জুলাই ২০২৫