logo
বিদেশে উচ্চশিক্ষা

২০২৪ সালের প্রথম প্রান্তিকে কানাডায় আসা ৫০ হাজার শিক্ষার্থী নিখোঁজ!

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে১৯ জানুয়ারি ২০২৫
Copied!
২০২৪ সালের প্রথম প্রান্তিকে কানাডায় আসা ৫০ হাজার শিক্ষার্থী নিখোঁজ!
প্রতীকী ছবি: সংগৃহীত

কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে ‘নো-শো’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা স্টাডি পারমিট নিয়ে আসার পরও পড়াশোনা শুরু করেননি। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৬ দশমিক ৯ শতাংশ এই তালিকায় আছে।

২০১৪ সালে চালু হওয়া International Student Compliance Regime–এর অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরে দুবার রিপোর্ট করে। এর মাধ্যমে নিশ্চিত করা যায় স্টাডি পারমিটের শর্ত মেনে শিক্ষার্থীরা ক্লাস করছে কি না। প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে নো-শো হার ভিন্ন। ফিলিপাইনের নো-শো হার ২ দশমিক ২ শতাংশ, চীনের ৬ দশমিক ৪ শতাংশ, ইরানের ১১ দশমিক ৬ শতাংশ এবং রুয়ান্ডার ৪৮ দশমিক ১ শতাংশ। 

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে এই সময় পড়তে এসেছিল মোট ১১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ কানাডায় এসে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। অর্থাৎ তারা পড়াশোনার জন্য সেখানে যায়নি। ভারতের ক্ষেত্রে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নো-শো হিসেবে রিপোর্টেড হয়েছে। যা তাদের মোট শিক্ষার্থীর ৫ দশমিক ৪ শতাংশ। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু শিক্ষার্থী কানাডায় এসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কতজন যুক্তরাষ্ট্র চলে গিয়েছে তার হিসাব কানাডার কাছে নেই। ভৌগলিক অবস্থানের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোন দেশে যাওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা কোথায় আছে তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেই ধারণা করছেন তারা বড় বড় শহরগুলোতে অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে।

উল্লেখ্য কানাডায় ওয়ার্ক পারমিট না থাকলে বৈধভাবে কোথাও কাজ করা সম্ভব নয়। এই বিরাট সংখ্যার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামীতে বড় ধরনের একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কানাডার চিকিৎসা ব্যবস্থা সরকারি। সে কারণে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সরকারি চিকিৎসালয়ে যেতে হবে। তখন পুলিশ তাঁকে ধরে ফেলতে পারে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কানাডা খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

সাবেক অর্থনীতিবিদ হেনরি লোটিন প্রস্তাব দিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের কানাডায় আসার আগেই পূর্ণ টিউশন ফি পরিশোধের বাধ্যবাধকতা তৈরি করা উচিত। যাতে ভুয়া আবেদনকারীদের সংখ্যা কমানো যায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) এই ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তদন্ত চালাচ্ছে।

এই ঘটনার ফলে কানাডার শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আরও নিয়ন্ত্রণ বাড়াতে পারে।

সূত্র: দ্য গ্লোব অ্যান্ড মেইল

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১০ ঘণ্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি

অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় লা ট্রোব ইউনির্ভাসিটি। এই বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি স্কলারশিপের সুযোগ দিচ্ছে।

৯ দিন আগে

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

২৪ মার্চ ২০২৫

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

আইইএলটিএস ছাড়াই ভারতে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।

১৯ মার্চ ২০২৫