মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে
কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে ‘নো-শো’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা স্টাডি পারমিট নিয়ে আসার পরও পড়াশোনা শুরু করেননি। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৬ দশমিক ৯ শতাংশ এই তালিকায় আছে।
২০১৪ সালে চালু হওয়া International Student Compliance Regime–এর অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরে দুবার রিপোর্ট করে। এর মাধ্যমে নিশ্চিত করা যায় স্টাডি পারমিটের শর্ত মেনে শিক্ষার্থীরা ক্লাস করছে কি না। প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে নো-শো হার ভিন্ন। ফিলিপাইনের নো-শো হার ২ দশমিক ২ শতাংশ, চীনের ৬ দশমিক ৪ শতাংশ, ইরানের ১১ দশমিক ৬ শতাংশ এবং রুয়ান্ডার ৪৮ দশমিক ১ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে এই সময় পড়তে এসেছিল মোট ১১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ কানাডায় এসে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। অর্থাৎ তারা পড়াশোনার জন্য সেখানে যায়নি। ভারতের ক্ষেত্রে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নো-শো হিসেবে রিপোর্টেড হয়েছে। যা তাদের মোট শিক্ষার্থীর ৫ দশমিক ৪ শতাংশ। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু শিক্ষার্থী কানাডায় এসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কতজন যুক্তরাষ্ট্র চলে গিয়েছে তার হিসাব কানাডার কাছে নেই। ভৌগলিক অবস্থানের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোন দেশে যাওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা কোথায় আছে তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেই ধারণা করছেন তারা বড় বড় শহরগুলোতে অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে।
উল্লেখ্য কানাডায় ওয়ার্ক পারমিট না থাকলে বৈধভাবে কোথাও কাজ করা সম্ভব নয়। এই বিরাট সংখ্যার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামীতে বড় ধরনের একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কানাডার চিকিৎসা ব্যবস্থা সরকারি। সে কারণে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সরকারি চিকিৎসালয়ে যেতে হবে। তখন পুলিশ তাঁকে ধরে ফেলতে পারে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কানাডা খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
সাবেক অর্থনীতিবিদ হেনরি লোটিন প্রস্তাব দিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের কানাডায় আসার আগেই পূর্ণ টিউশন ফি পরিশোধের বাধ্যবাধকতা তৈরি করা উচিত। যাতে ভুয়া আবেদনকারীদের সংখ্যা কমানো যায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) এই ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তদন্ত চালাচ্ছে।
এই ঘটনার ফলে কানাডার শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আরও নিয়ন্ত্রণ বাড়াতে পারে।
সূত্র: দ্য গ্লোব অ্যান্ড মেইল
কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে ‘নো-শো’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা স্টাডি পারমিট নিয়ে আসার পরও পড়াশোনা শুরু করেননি। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৬ দশমিক ৯ শতাংশ এই তালিকায় আছে।
২০১৪ সালে চালু হওয়া International Student Compliance Regime–এর অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরে দুবার রিপোর্ট করে। এর মাধ্যমে নিশ্চিত করা যায় স্টাডি পারমিটের শর্ত মেনে শিক্ষার্থীরা ক্লাস করছে কি না। প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে নো-শো হার ভিন্ন। ফিলিপাইনের নো-শো হার ২ দশমিক ২ শতাংশ, চীনের ৬ দশমিক ৪ শতাংশ, ইরানের ১১ দশমিক ৬ শতাংশ এবং রুয়ান্ডার ৪৮ দশমিক ১ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে এই সময় পড়তে এসেছিল মোট ১১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ কানাডায় এসে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি। অর্থাৎ তারা পড়াশোনার জন্য সেখানে যায়নি। ভারতের ক্ষেত্রে প্রায় ২০ হাজার শিক্ষার্থী নো-শো হিসেবে রিপোর্টেড হয়েছে। যা তাদের মোট শিক্ষার্থীর ৫ দশমিক ৪ শতাংশ। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু শিক্ষার্থী কানাডায় এসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কতজন যুক্তরাষ্ট্র চলে গিয়েছে তার হিসাব কানাডার কাছে নেই। ভৌগলিক অবস্থানের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোন দেশে যাওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে তারা কোথায় আছে তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেই ধারণা করছেন তারা বড় বড় শহরগুলোতে অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে।
উল্লেখ্য কানাডায় ওয়ার্ক পারমিট না থাকলে বৈধভাবে কোথাও কাজ করা সম্ভব নয়। এই বিরাট সংখ্যার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগামীতে বড় ধরনের একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কানাডার চিকিৎসা ব্যবস্থা সরকারি। সে কারণে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সরকারি চিকিৎসালয়ে যেতে হবে। তখন পুলিশ তাঁকে ধরে ফেলতে পারে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কানাডা খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
সাবেক অর্থনীতিবিদ হেনরি লোটিন প্রস্তাব দিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের কানাডায় আসার আগেই পূর্ণ টিউশন ফি পরিশোধের বাধ্যবাধকতা তৈরি করা উচিত। যাতে ভুয়া আবেদনকারীদের সংখ্যা কমানো যায়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) এই ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তদন্ত চালাচ্ছে।
এই ঘটনার ফলে কানাডার শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আরও নিয়ন্ত্রণ বাড়াতে পারে।
সূত্র: দ্য গ্লোব অ্যান্ড মেইল
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।
বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।
ব্রিটেনের পরিবর্তিত নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে দেশটির সরকার। লেবার সরকারের নয়া নির্দেশনা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের গুনতে হবে ২০ থেকে ৪১ হাজার পাউন্ড।