logo
বিদেশে উচ্চশিক্ষা

জাপানে পিএইচডির সুযোগ, থাকছে যেসব সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
জাপানে পিএইচডির সুযোগ, থাকছে যেসব সুবিধা

বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বৃত্তি দিচ্ছে জাপান। জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য দেওয়া হবে এই বৃত্তি।

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম। সম্পূর্ণ টিউশন ফিসহ থাকা–খাওয়ার ব্যয় বহন করা হবে এর আওতায়। যাতায়াতের জন্য বিমান টিকিট দেওয়া হবে। গবেষণার জন্য অর্থ বরাদ্দ থাকছে। জীবনযাপনের ব্যয়ের খরচও তারা দেবে। এ ছাড়া বৃত্তিতে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারদর্শী হতে হবে। ১ এপ্রিল ২০২৫-এ বয়স ৪৫ হতে হবে। আবেদনের সময় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

কখন কীভাবে আবেদন করবেন

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩১ অক্টোবরের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে।

এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ ঠিকানায় পাঠাতে হবে আবেদন।

আরও দেখুন

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হলো ‘গ্রেট স্কলারশিপ‘। আগামী শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

১১ দিন আগে

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপে কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ

প্রেসিডেন্টস স্কলারশিপের আওতায় কানাডায় স্নাতক প্রোগ্রামের সুযোগ দিচ্ছে অন্টারিও প্রদেশের ইউনিভার্সিটি অব গুয়েলফ। বাংলদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে পড়াশোনার পাশাপাশি ৪২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার পাবেন।

১৭ দিন আগে

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সুযোগ

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা ৫০ থেকে শতভাগ পর্যন্ত স্কলারশিপ পাবেন।

১৭ দিন আগে

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

২২ দিন আগে