বিডিজেন ডেস্ক
উচ্চশিক্ষায় বর্তমানে বাংলাদেশিদের জন্য বেশ আলোচিত একটি দেশ দক্ষিণ কোরিয়া। বিশেষ করে যারা কারিগরি শিক্ষায় যুক্ত, তারা দেশটিতে যেতে চান। এ জন্য কোরিয়ান ভাষা শেখার প্রবণতাও বেড়েছে। এই দেশটিতেই আপনি চাইলে করতে পারবেন গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন। প্রতি বছরই এই সুযোগ দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয়। তেমনই বৃত্তি দিয়ে থাকে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)। প্রতি বছর আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ও গ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় তারা।
বর্তমানে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ পেতে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পড়ালেখার সুযোগ রয়েছে ১৫ থেকে ২০টি কোর্সে। নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার ব্যয় ভাতা হিসেবে মাসে ৩ লাখ ৫০ হাজার উয়ন (৩১ হাজার ৭৭৫ টাকা) দেওয়া হবে এবং স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। দ্বৈত নাগরিকত্বের প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
কলেজ অব ন্যাচারাল সায়েন্সেসের অধীনে পদার্থবিদ্যা, গাণিতিক বিজ্ঞান ও রসায়ন; কলেজ অব লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে জৈবিক বিজ্ঞান; ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংসহ আরও বেশ কিছু কোর্সে অধ্যয়ন করা যাবে।
আবেদনপত্র, একটি সুপারিশপত্র, পাসপোর্ট বা ন্যাশনাল আইডির কপি, ইংরেজি দক্ষতা পরীক্ষার রিপোর্ট, স্ট্যান্ডার্ডাইজড অফিশিয়াল টেস্ট স্কোর রিপোর্ট ও আর্থিক সম্পদের বিবৃতি লাগবে।
কখন কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। ‘আন্তর্জাতিক স্কলারশিপ’ এ আবেদন করা যায় বছরের তিনটি সময়ে। এগুলো হলো স্প্রিং এন্ট্রি (আগস্ট-সেপ্টেম্বর), আর্লি ট্রাক ফল এন্ট্রি (ডিসেম্বর) ও রেগুলার ফল এন্ট্রি (মার্চ)।
এই মুহূর্তে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ এ আবেদনের সময় চলছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
উচ্চশিক্ষায় বর্তমানে বাংলাদেশিদের জন্য বেশ আলোচিত একটি দেশ দক্ষিণ কোরিয়া। বিশেষ করে যারা কারিগরি শিক্ষায় যুক্ত, তারা দেশটিতে যেতে চান। এ জন্য কোরিয়ান ভাষা শেখার প্রবণতাও বেড়েছে। এই দেশটিতেই আপনি চাইলে করতে পারবেন গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন। প্রতি বছরই এই সুযোগ দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয়। তেমনই বৃত্তি দিয়ে থাকে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)। প্রতি বছর আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ও গ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় তারা।
বর্তমানে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ পেতে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পড়ালেখার সুযোগ রয়েছে ১৫ থেকে ২০টি কোর্সে। নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার ব্যয় ভাতা হিসেবে মাসে ৩ লাখ ৫০ হাজার উয়ন (৩১ হাজার ৭৭৫ টাকা) দেওয়া হবে এবং স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। দ্বৈত নাগরিকত্বের প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
কলেজ অব ন্যাচারাল সায়েন্সেসের অধীনে পদার্থবিদ্যা, গাণিতিক বিজ্ঞান ও রসায়ন; কলেজ অব লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে জৈবিক বিজ্ঞান; ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংসহ আরও বেশ কিছু কোর্সে অধ্যয়ন করা যাবে।
আবেদনপত্র, একটি সুপারিশপত্র, পাসপোর্ট বা ন্যাশনাল আইডির কপি, ইংরেজি দক্ষতা পরীক্ষার রিপোর্ট, স্ট্যান্ডার্ডাইজড অফিশিয়াল টেস্ট স্কোর রিপোর্ট ও আর্থিক সম্পদের বিবৃতি লাগবে।
কখন কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। ‘আন্তর্জাতিক স্কলারশিপ’ এ আবেদন করা যায় বছরের তিনটি সময়ে। এগুলো হলো স্প্রিং এন্ট্রি (আগস্ট-সেপ্টেম্বর), আর্লি ট্রাক ফল এন্ট্রি (ডিসেম্বর) ও রেগুলার ফল এন্ট্রি (মার্চ)।
এই মুহূর্তে ‘আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫’ এ আবেদনের সময় চলছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চদক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আগামী বছর (২০২৬) বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজারে উন্নীত করবে অস্ট্রেলিয়া। এতে অগ্রাধিকার পাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কানাডার স্টাডি পারমিটের (শিক্ষা অনুমতি) জন্য ব্যাংক সলভেন্সি (আর্থিক সক্ষমতা বা দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের সক্ষমতা) নীতিমালায় পরিবর্তন আসছে।