logo
বিদেশে উচ্চশিক্ষা

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে স্নাতকোত্তরের সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে স্নাতকোত্তরের সুযোগ

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

বিনা খরচে চীনে উচ্চশিক্ষায় আপনার প্রথম পছন্দ হতে পারে ‘ইয়েনচিং একাডেমি স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে প্রতি বছর বিনা খরচে পড়ার সুযোগ দেয় দেশটির পিকিং বিশ্ববিদ্যালয়ের ইয়েনচিং একাডেমি।

আগে জেনে নিন সুবিধাগুলো

অন্তত ৬টি বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ইয়েনচিং একাডেমিতে ফ্রি থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতি দুজন শিক্ষার্থীর জন্য একটি করে কক্ষ বরাদ্দ থাকবে। রয়েছে চিকিৎসা বীমা ও রাউন্ড-ট্রিপ ভ্রমণ ভাতাও।

অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইতিহাস ও প্রত্নতত্ত্ব, দর্শন ও ধর্ম, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও সমাজ, সাহিত্য ও সংস্কৃতির অধীনে কোনো বিষয় নিয়ে করা যাবে স্নাতকোত্তর।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনের সময় স্নাতকে ভর্তি থাকলে হবে না। আগ্রহী প্রার্থীদের একাডেমিক ফল বেশ ভালো হতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে এবং সনদ থাকতে হবে। তবে এক বছর আগের আইইএলটিএস বা টোফেলের সনদ গ্রহণ করা হবে না। আইইএলটিএসে স্কোর ৭ চাওয়া হয়। আর টোফেলের স্কোর হতে হবে ১০০।

বয়স ২৩-২৮ বছরের মধ্যে হতে হবে। নারী-পুরুষ উভয়ে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ব্যক্তিগত বিবৃতির ফরম, গবেষণা প্রবন্ধ, সিভি, অফিশিয়াল প্রতিলিপি, প্রশংসাপত্র, ইংরেজি দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের আগস্টে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

৩ দিন আগে

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে উহান বিশ্ববিদ্যালয়।

৪ দিন আগে

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়্যাল থাই স্কলারশিপের আওতায় বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধনে এই বৃত্তি দেয় থাইল্যান্ড সরকার।

৬ দিন আগে

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

১০ দিন আগে