বিডিজেন ডেস্ক
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে প্রথম দিকেই থাকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দেয় তারা। ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ নামের এই বৃত্তির আওতায় পিএইচডি, এমএসসি বা এমলিট, এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন চলমান। আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর ও ৭ জানুয়ারি।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ খরচসহ টিউশন ফি প্রদান করা হবে। সাথে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা। পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১ হাজার পাউন্ড (প্রায় ৩২ লাখ ৯২ হাজার ২৭৯ টাকা) প্রদান করবে। পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত এই অনুদান থাকবে। দেওয়া হবে বিমানে যাতায়াতের খরচ। ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ এতে যুক্ত থাকবে।
এ ছাড়া বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড দেওয়া হয়ে থাকে। পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য প্রায় ১১ হাজার পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য প্রায় সাড়ে ১৬ হাজার পাউন্ড দেওয়া হবে এই স্কলারশিপে। তবে পার্টনারের জন্য কোনো ধরনের তহবিল প্রদান করা হয় না। থাকছে পিএইচডির অংশ হিসেবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ, মাতৃত্ব/পিতৃত্ব ও অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল।
আবেদনে লাগবে যে যোগ্যতা
যুক্তরাজ্যের বাইরে কোনো দেশের যেকোনো শিক্ষার্থী এই আবেদন করতে পারবেন। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। প্রমাণ দিতে হবে অসামান্য মেধা ক্ষমতার। এর পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে। নেতৃত্বের সম্ভাবনা যাদের মধ্যে থাকে, তারা বেশি গুরুত্ব পেয়ে থাকেন। ওয়েবসাইটে এ নিয়ে জানতে পারবেন বিস্তারিত।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছর ৮০টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে তিনভাগের দুইভাগ পিএইচডি করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য। প্রতি বছর সেপ্টেম্বরে আবেদন শুরু হয়। কোর্স ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। পিএইচডি (ফুল টাইম–পার্ট টাইম), এমলিট (ফুল টাইম), এক বছরের স্নাতকোত্তরে আবেদন করা যাবে।
বর্তমানে স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন চলমান। এ বছর বিভিন্ন কোর্সের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর ও ৭ জানুয়ারি।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে প্রথম দিকেই থাকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনা করার সুযোগ দেয় তারা। ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ নামের এই বৃত্তির আওতায় পিএইচডি, এমএসসি বা এমলিট, এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন চলমান। আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর ও ৭ জানুয়ারি।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ খরচসহ টিউশন ফি প্রদান করা হবে। সাথে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা। পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১ হাজার পাউন্ড (প্রায় ৩২ লাখ ৯২ হাজার ২৭৯ টাকা) প্রদান করবে। পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত এই অনুদান থাকবে। দেওয়া হবে বিমানে যাতায়াতের খরচ। ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ এতে যুক্ত থাকবে।
এ ছাড়া বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড দেওয়া হয়ে থাকে। পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য প্রায় ১১ হাজার পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য প্রায় সাড়ে ১৬ হাজার পাউন্ড দেওয়া হবে এই স্কলারশিপে। তবে পার্টনারের জন্য কোনো ধরনের তহবিল প্রদান করা হয় না। থাকছে পিএইচডির অংশ হিসেবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ, মাতৃত্ব/পিতৃত্ব ও অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল।
আবেদনে লাগবে যে যোগ্যতা
যুক্তরাজ্যের বাইরে কোনো দেশের যেকোনো শিক্ষার্থী এই আবেদন করতে পারবেন। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। প্রমাণ দিতে হবে অসামান্য মেধা ক্ষমতার। এর পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে। নেতৃত্বের সম্ভাবনা যাদের মধ্যে থাকে, তারা বেশি গুরুত্ব পেয়ে থাকেন। ওয়েবসাইটে এ নিয়ে জানতে পারবেন বিস্তারিত।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছর ৮০টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে তিনভাগের দুইভাগ পিএইচডি করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য। প্রতি বছর সেপ্টেম্বরে আবেদন শুরু হয়। কোর্স ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। পিএইচডি (ফুল টাইম–পার্ট টাইম), এমলিট (ফুল টাইম), এক বছরের স্নাতকোত্তরে আবেদন করা যাবে।
বর্তমানে স্নাতকোত্তর কোর্সের জন্য আবেদন চলমান। এ বছর বিভিন্ন কোর্সের জন্য আবেদনের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর ও ৭ জানুয়ারি।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।
বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।
এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।