বিডিজেন ডেস্ক
প্রতি বছর তিন থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। আর এই সুযোগ দেওয়া হয় মূলত বিজ্ঞান ও বিভিন্ন বিষয়ে গবেষণা কাজে যুক্ত শিক্ষার্থীদের। দেশটি বিজ্ঞানভিত্তিক গবেষণাকে বেশ গুরুত্ব দিয়ে থাকে।
বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
রিসার্চ ইন্টার্নশিপ পাওয়া শিক্ষার্থীদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে হবে। শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ), ছবি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে), পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, রিকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।
ওআইএসটি বছরে দু'বার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়।
এ বছর আবেদন শুরু হয়েছে। শেষ সময় আগামী ১৫ অক্টোবর। ২০২৫ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
প্রতি বছর তিন থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। আর এই সুযোগ দেওয়া হয় মূলত বিজ্ঞান ও বিভিন্ন বিষয়ে গবেষণা কাজে যুক্ত শিক্ষার্থীদের। দেশটি বিজ্ঞানভিত্তিক গবেষণাকে বেশ গুরুত্ব দিয়ে থাকে।
বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
রিসার্চ ইন্টার্নশিপ পাওয়া শিক্ষার্থীদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে হবে। শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ), ছবি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে), পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, রিকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।
ওআইএসটি বছরে দু'বার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়।
এ বছর আবেদন শুরু হয়েছে। শেষ সময় আগামী ১৫ অক্টোবর। ২০২৫ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশটির হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’–এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।
ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।
সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।
কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।