বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের ২ নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের আদালতে অভিযুক্তদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার মধ্যে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের ২ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে।
আদালত শুনানি শেষে অভিযুক্তদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের ২ নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের আদালতে অভিযুক্তদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার মধ্যে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের ২ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে।
আদালত শুনানি শেষে অভিযুক্তদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ‘বিশাল এলাকা’ দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। আজ বুধবার (২ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।