বিডিজেন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
এরদোয়ান বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা।
এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকরে পর আলাদাভাবে দেওয়া ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছেন।
ক্রেমলিন আরও জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এতে বিপুল প্রাণহানিতে দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংকট গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ সব বিবাদ শুধুই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তাঁরা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
এরদোয়ান বলেছেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা।
এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকরে পর আলাদাভাবে দেওয়া ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ও এরদোয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘বলপ্রয়োগের’ নিন্দা জানিয়েছেন।
ক্রেমলিন আরও জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা এবং এতে বিপুল প্রাণহানিতে দুই নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংকট গোটা অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ সব বিবাদ শুধুই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৬ মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ফেডারেল বিচারকদের ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই বিচারকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ স্থগিত করতে দেশব্যাপী আদেশ জারি করেছিলেন।