logo
প্রবাসের খবর

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৬ দিন আগে
Copied!
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
গতকাল রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে ইস্টার মাসের পর ‘পোপমোবাইল’ থেকে জনতার উদ্দেশে হাত নাড়েন পোপ ফ্রান্সিস। ছবি: এএফপি

পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে মারা গেছেন। এক যুগের বেশি ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যুতে বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সব নেতাই শোক প্রকাশ করেছেন।

খবর ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানের।

সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি পোপ ফ্রান্সিসের বিশেষ দরদ ছিল। তাদের উন্নতির জন্য তিনি সব সময় কথা বলেছেন। বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষায়ও তিনি ছিলেন উচ্চকণ্ঠ। ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে তিনি প্রায় সময় আহ্বান জানাতেন।

এক শোকবার্তায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর আমার জন্য একটি বড় ধাক্কা। আমরা একজন মহান ব্যক্তি ও অভিভাবককে হারালাম। তাঁর বন্ধুত্ব, উপদেশ ও শিক্ষা লাভের সুযোগ আমার হয়েছিল। নিজের খারাপ সময়েও তিনি আমাকে উপদেশ দেওয়া অব্যাহত রেখেছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে আমি তাঁকে বিদায় জানাচ্ছি।’

পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্মগ্রহণ করেছিলেন। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আজ সকালে পোপ ফ্রান্সিসের (জর্জ বারগোগ্লিও) মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে দুঃখিত। তিনি শান্তিতে থাকুন। তাঁর সঙ্গে কিছু মতপার্থক্য ছিল, যা আজ গৌণ মনে হচ্ছে। তিনি ছিলেন এক প্রাজ্ঞ ব্যক্তি। তাঁর সঙ্গে সাক্ষাৎ ছিল আমার জন্য সম্মানের।’

দুঃসময়ে পোপ ফ্রান্সিস সব সময় পাশে ছিলেন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ ও নিষ্ঠুরতার সময়ে সবচেয়ে অসহায় মানুষের পক্ষে কথা বলতেন তিনি। তাঁর মৃত্যুর শূন্যতা বিশ্বের ক্যাথলিক সমাজের পাশাপাশি ফ্রান্সেও দারুণভাবে অনুভূত হবে।’

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক চার্চ ও বিশ্ব দুর্বলের পক্ষে কথা বলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। তিনি সব সময় মানুষে মানুষে মিলন কামনা করতেন। তিনি ছিলেন উষ্ণ হৃদয়ের এক মানুষ।’

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার বলেন, ‘একটি আশার আলো নিভে গেল। রোমের আর্চবিশপ হওয়ার প্রথম দিনেই তিনি এ বিষয়টি স্পষ্ট করেছিলেন, দরিদ্র, প্রান্তিক, স্থানচ্যুত এবং শরণার্থীরা বিশেষ মনোযোগ পাওয়ার হকদার। তাদের প্রতি তাঁর বিশেষ যত্ন ও ভালোসাবা ছিল।’

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‘গভীর দুঃখ প্রকাশ করেছেন’। এক বিবৃতিতে তাঁরা লিখেছেন, ‘তিনি ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করেছেন শুনে আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম।...মানুষ ও আমাদের এই গ্রহের প্রতি নিজের কর্ম ও যত্ন দিয়ে তিনি সবার হৃদয় স্পর্শ করেছেন।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লিখেছেন, ‘বিশ্বের এক জটিল ও চ্যালেঞ্জিং সময়ে তাঁর নেতৃত্ব ছিল বেশ উৎসাহব্যঞ্জক। তিনি ছিলেন বেশ নম্র।...যুক্তরাজ্যের সব মানুষ ও ক্যাথলিক চার্চের পক্ষ থেকে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

নিজের মালিকাধানধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘শান্তিতে থাকুন পোপ ফান্সিস! ঈশ্বর তাঁকে এবং যাঁরা তাঁকে ভালোবাসতেন, তাঁদের মঙ্গল করুন!’

মৃত্যুর আগের দিন গতকাল রোববার স্বল্প সময়ের জন্য পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ‘সারা বিশ্বে যাঁরা তাঁকে ভালোবাসতেন, সেই লাখো খ্রিষ্টানের সঙ্গে আমার হৃদয়ও কাঁদছে।... গতকাল তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হয়ে ছিলাম। করোনার শুরুর দিনগুলোয় তিনি যেসব উপদেশ দিতেন, তাঁর জন্য আমি তাঁকে আজীবন স্মরণ করব।’

পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ‘খ্রিষ্টীয় শিক্ষার জন্য তিনি একজন বিশ্বস্ত সেবকে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন ধর্মীয়ভাবে প্রাজ্ঞ ও রাষ্ট্রনেতাসুলভ ব্যক্তিত্ব। তিনি মানবতা ও ন্যায়বিচারের একজন অবিচল সমর্থক ছিলেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, ‘কীভাবে আশা দেখাতে হয়, প্রার্থনার মাধ্যেম দুঃখ-কষ্ট কমাতে হয় এবং ঐক্য বজায় রাখতে হয়, তা পোপ ফ্রান্সিস শিখিয়েছেন।... তাঁর স্মৃতি জাগরুক থাকবে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেছেন, পোপ ফ্রান্সিস ‘গভীর বিশ্বাস এবং অসীম করুণাময় এক ব্যক্তি ছিলেন। তিনি জিম্মিদের উদ্ধারের জন্য যে প্রার্থনা করেছিলেন, তা শিগগির ফলবে বলে আশা করি।’

মিসরের কপটিক অর্থোডক্স চার্চ পোপ ফ্রান্সিসকে ‘খ্রিষ্টীয় নম্রতার সত্যিকারের উদাহরণ’ বলে উল্লেখ করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপ ফ্রান্সিসের বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রভাবের কথা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ‘বিশ্বজুড়ে সব খ্রিষ্টানের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এক্সে এক পোস্টে লিখেছেন, লেবাননের মানুষ ‘একজন প্রিয় বন্ধু ও শক্তিশালী সমর্থকের ক্ষতি অনুভব করছে। প্রয়াত পোপ সব সময় তাঁর হৃদয়ে লেবাননকে লালন করতেন এবং আমাদের জন্য প্রার্থনা করতেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোপ ফ্রান্সিসকে ‘করুণা ও নম্রততার বাতিঘর এবং বিশ্বজুড়ে লাখো মানুষের আধ্যাত্মিক সাহসের পথপ্রদর্শক’ বলে মন্তব্য করেছেন।

বৌদ্ধদের অধ্যাত্মিক গুরু দালাই লামার কার্যালয় পোপের দূতের কাছে পাঠানো এক শোক বার্তায় লিখেছে, ‘পোপ ফ্রান্সিস নিজেকে অন্যদের সেবায় উৎসর্গ করেছিলেন।...সাদামাটাভাবে কীভাবে অর্থপূর্ণ জীবনযাপন করা যায়, তা তিনি দেখিয়ে গেছেন।’

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রয়াত পোপ ফ্রান্সিসের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘শান্তি ও মানবিক মর্যাদার জন্য তাঁর কণ্ঠস্বর বিশ্ব স্মরণ রাখবে। আশা, নম্রতা এবং মানবিকতার এই বার্তাবাহকের প্রতি বিশ্বের লাখো মানুষের মতো আমিও গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

আরও পড়ুন

আরও পড়ুন

পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগতি’, আবার আলোচনায় ঐকমত্য

পরমাণু প্রকল্প নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ‘অগ্রগতি’, আবার আলোচনায় ঐকমত্য

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশই। একই সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছে তারা।

১৮ ঘণ্টা আগে

ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেলবে: ট্রাম্প

ভারত-পাকিস্তান নিজেরাই নিজেদের বিষয়গুলো মিটিয়ে ফেলবে: ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে এ সমস্যা নিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। নিজেরাই বিষয়গুলো মিটিয়ে ফেলবে। শুক্রবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদি

১৯ ঘণ্টা আগে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক : রাশিয়া-ইউক্রেন চুক্তির কাছাকাছি

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক : রাশিয়া-ইউক্রেন চুক্তির কাছাকাছি

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে রোম সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার (২৬ এপ্রিল) বৈঠক করেছেন। ভ্যাটিকানের বিশাল গির্জার ভেতরে তাঁরা একান্তে বৈঠক করেন।

১৯ ঘণ্টা আগে

পরমাণু প্রকল্প নিয়ে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পরমাণু প্রকল্প নিয়ে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে দুই পক্ষের মধ্যে এ আলোচনা শুরু হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেন।

১৯ ঘণ্টা আগে