logo
প্রবাসের খবর

যুক্তরাজ্যে ৬০ হাজার অ্যাসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করা হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাজ্যে ৬০ হাজার অ্যাসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করা হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণা
কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন এমন অভিবাসীদের জন্য সুখবর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্যে ৬০ হাজারেরও বেশি অ্যাসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করবে তাঁর সরকার।

টোরি সরকারের রুয়ান্ডা স্কিম বাতিল করার পর আগামী বছর অ্যাসাইলাম আবেদন করা অবৈধ অভিবাসীর আবেদন মঞ্জুর করবেন।

তবে এই তালিকায় রয়েছেন যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিমধ্যে ব্রিটেনে ঢুকেছেন।

আবেদনকারীদের অধিকাংশ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে অ্যাসাইলাম আবেদন করেছেন। এরকম প্রায় ৩০ হাজার অভিবাসীকে প্রতিদিন ৩ মিলিয়ন পাউন্ড খরচ করে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এতে হিমশিম খাচ্ছে সরকার।

হোম অফিস সূত্র বলছে টোরি সরকারের অধীনে স্থগিত হয়ে গিয়েছিল আশ্রয় দাবি প্রক্রিয়া। যার ফলে হোম অফিসের বাজেটের আশ্রয় ব্যাকলগ ৫ বিলিয়ন পাউন্ড হয়েছে। বর্তমানে খরচ কমাতে ও নমনীয়তা তৈরি করতে এবং করদাতাদের জন্য অর্থের মূল্য প্রদানের জন্য হোম অফিস নিয়মিত পর্যালোচনা করছে।

শরণার্থী কাউন্সিলের তথ্য বলছে, বর্তমানে আনুমানিক প্রায় ১ লাখ ১৮ হাজার ৮৮২ জন অভিবাসীদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ তাদের আশ্রয় দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।

টোরি প্রধান সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রবর্তিত আইন কর্তৃক অভিবাসীদের যুক্তরাজ্যে আশ্রয় থেকে অবরুদ্ধ করা হয়েছিল। ওই আইন বলা ছিল ‘ব্রিটেনে যারা অবৈধভাবে এসেছে তাকে আটক করা উচিত এবং রুয়ান্ডার মতো নিরাপদ দেশে নির্বাসিত করা উচিত।' সুনাকের এই আইনের সমালোচনা করে স্টারমার এই সিদ্ধান্ত নেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ ও টাইমস

আরও দেখুন

শুধু প্রশংসা নয়, রেমিট্যান্সযোদ্ধারা তার চেয়েও আরও বেশি কিছু প্রাপ্য: আসিফ আকবর

শুধু প্রশংসা নয়, রেমিট্যান্সযোদ্ধারা তার চেয়েও আরও বেশি কিছু প্রাপ্য: আসিফ আকবর

“তারা দূর দেশে, প্রিয়জনদের থেকে বহু দূরে থেকে কাজ করেন—শুধু ঘরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই পথে তারা নিজের আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেলেন,” বড় মঞ্চে দর্শকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে বলেন আসিফ।

১৫ ঘণ্টা আগে

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।

৪ দিন আগে

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

৪ দিন আগে

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

৪ দিন আগে