logo
প্রবাসের খবর

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১০ বাংলাদেশিকে আলবেনিয়ায় নেওয়া হয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ১০ বাংলাদেশিকে আলবেনিয়ায় নেওয়া হয়েছে
আলবেনিয়া নির্মিত একটি আশ্রয়কেন্দ্র। ছবি: সংগৃহীত

ইতালির কর্তৃপক্ষ সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে স্থানান্তর শুরু করেছে।

সোমবার (১৪ অক্টোবর) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির নৌবাহিনীর টহল বোট লিব্রা ১৬ জন অভিবাসীকে নিয়ে আলবেনিয়ার দিকে যাচ্ছে। ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ছেড়ে যাওয়া জাহাজটির আজ বুধবার (১৬ অক্টোবর) আলবেনিয়ায় পৌঁছনোর কথা রয়েছে।

প্রথম দফায় আলবেনিয়ায় স্থানান্তরিত অভিবাসীদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ৬ জন মিসরীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে রোম।

এর আগে রবিবার (১৩ অক্টোবর) ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এই ১০ বাংলাদেশি ও ছয় মিসরীয়কে উদ্ধার করে ইতালির কর্তৃপক্ষ। তারা লিবিয়ার ত্রিপোলি থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালি পৌঁছনোর পরিবর্তে তাদের এখন আলবেনিয়ায় যেতে হচ্ছে।

ইতালি-আলবেনিয়া বিতর্কিত চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ প্রথমবারের মতো ১৬ জন অভিবাসীকে তৃতীয় দেশে পাঠাল। সেখানে তাদের পুরো আশ্রয় প্রক্রিয়া যাচাই করা হবে।

২০২৩ সালের সালের শেষের দিকে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকারের মধ্যে সই করা এক চুক্তির অধীনে প্রথমবারের মতো আলবেনিয়ায় যাচ্ছে এসব অভিবাসী। এই চুক্তি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ রয়েছে। অভিবাসীদের আলবেনিয়ার নেওয়ার পর শেনজিন বন্দরের কেন্দ্রটিতে তাদের প্রাথমিক যাচাই-বাছাই করা হবে।

পরে তাদের নেওয়া হবে গজদারের তিনটি ভিন্ন অবকাঠামোতে। তিনটি অবকাঠামোর একটিতে যেসব অভিবাসীদের ‘ডিপোর্ট’ করা হবে তাদের রাখা হবে। দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয়প্রার্থীদের এবং সবশেষ কেন্দ্রে রাখা হবে অপরাধে যুক্ত অভিবাসীদের।

এই কেন্দ্রগুলো উঁচু প্রাচীরে ঘেরা এবং সার্বক্ষণিক নজরদারি ক্যামেরার আওতায় রয়েছে। যেসব কক্ষে আশ্রয়প্রার্থীদের রাখা হবে সেগুলো একেকটি ১২ বর্গমিটার আয়তনের বলে জানিয়েছে রোম ও তিরানা। ক্যাম্পের অভ্যন্তরীণ অংশটি ইতালির সেনাদের দায়িত্বে এবং বাহ্যিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আলবেনিয়ান নিরাপত্তা বাহিনী।

এই প্রকল্পে মাধ্যমে প্রতি বছর ৩৬ হাজার অভিবাসীর আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে। এই চুক্তিটির সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি। পাঁচ বছরের এই প্রকল্পে ৬৭ কোটি ইউরো খরচ ধরা হয়েছে, যা বর্তমানে ইতালির অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর মোট ব্যয়ের ৭ দশমিক ৫ শতাংশ। ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন কমাতে আলবেনিয়া ছাড়াও তিউনিশিয়া ও লিবিয়ার সঙ্গেও চুক্তি করেছে ইতালি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস

আরও পড়ুন

সিডনিতে দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ এক্সপোর উদ্বোধন

সিডনিতে দুই দিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ এক্সপোর উদ্বোধন

স্থানীয় সময় দুপুরে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ফিতা কেটে জাঁকজমকপূর্ণভাবে এই এক্সপোর উদ্বোধন করেন। অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম এই এক্সপোর আয়োজন করেছে।

১২ ঘণ্টা আগে

আবুধাবিতে ইয়োর্স হোম রিয়েল এস্টেটের আলোচনা ও দোয়া মাহফিল

আবুধাবিতে ইয়োর্স হোম রিয়েল এস্টেটের আলোচনা ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়োর্স হোম রিয়েল এস্টেটের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ ঘণ্টা আগে

সিডনিতে রাইজঅনের আয়োজনে ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’ অনুষ্ঠিত

সিডনিতে রাইজঅনের আয়োজনে ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’ অনুষ্ঠিত

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে রাইজঅনের বিশেষ আয়োজন ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’।

৩ দিন আগে

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

অভিভাবক ও কার্যকরি কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন। উৎসবে আমাদের নিজস্ব ঐতিহ্য ধারণ করে এমন সব খেলার ছবি প্রদর্শিত হয় এবং সেই খেলাগুলির সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হয়।

৪ দিন আগে