
বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির উত্তরে বুশল্যান্ডে রাতে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় একটি গাছ পড়ে আঘাত করলে এক অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন, আজ সোমবার (৮ ডিসেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জরুরি কর্মীরা সিডনি থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) উত্তরে গ্রামীণ শহর বুলাডেলার কাছের বুশল্যান্ডে ছুটে যান—খবর আসে একজন মানুষের ওপর গাছ পড়ে গেছে। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে কর্মকর্তারা জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এই ভয়াবহ খবর পাওয়ার পর জরুরি পরিষেবা কর্মীরা ঘরবাড়ি ও পরিবার রক্ষায় কাজ করার সময় যেসব ঝুঁকির মুখোমুখি হন, তা এক বিষণ্ন স্মারক।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিদিনই সেই বীরত্বকে সম্মান জানাই।”
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৫০টির বেশি দাবানল জ্বলছিল। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সিডনির ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের বাসস্থান সেন্ট্রাল কোস্ট অঞ্চলে ১৬টি বাড়ি ধ্বংস করে দেয়।
কুলেওয়ং শহরের বাসিন্দা রুশেল ডাউস্ট বলেন, আগুন বাড়ির দিকে এগিয়ে এলে তিনি ও তার স্বামী সেটি রক্ষা করার চেষ্টা করেন। “ও খালি পায়ে ওপরে উঠে আগুন নেভানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, আর আমি চিৎকার করছি নিচে নেমে আসতে,” অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন ডাউস্ট।
“সবকিছুই সেখানে ছিল—ওর দাদীর জিনিসপত্র, মায়ের জিনিস, আমার সব—সবকিছু, সবই শেষ, পুরোটা,” যোগ করেন ডাউস্ট।
রাতে পরিস্থিতির উন্নতি হওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে ‘পরামর্শ’ স্তরে আনা হয়েছে, যা বিপদের দ্বিতীয় সর্বনিম্ন স্তর।
তাসমানিয়া দ্বীপের রাজধানী হোবার্টের প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডসে ৭০০ হেক্টর (১,৭২৯ একর) এলাকায় জ্বলতে থাকা আগুন ১৯টি বাড়ি ধ্বংস করেছে এবং ৪০টি ক্ষতিগ্রস্ত করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের ফিরে না যেতে সতর্ক করা হয়েছে।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালে উচ্চ ঝুঁকির দাবানল মৌসুমের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে। কয়েকটি তুলনামূলক শান্ত বছরের পর এবার দেশের বৃহৎ অংশে চরম গরমের সম্ভাবনা বেড়েছে।
নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে দাবানলপ্রবণ অঞ্চলগুলোর একটি। কিছু বিশেষজ্ঞের মতে, জলবায়ু পরিবর্তন এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। ২০১৯–২০ সালের অস্ট্রেলিয়ার “ব্ল্যাক সামার” দাবানলে তুরস্কের সমান এলাকা পুড়ে যায় এবং ৩৩ জনের মৃত্যু হয়।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির উত্তরে বুশল্যান্ডে রাতে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় একটি গাছ পড়ে আঘাত করলে এক অগ্নিনির্বাপক কর্মী নিহত হয়েছেন, আজ সোমবার (৮ ডিসেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জরুরি কর্মীরা সিডনি থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) উত্তরে গ্রামীণ শহর বুলাডেলার কাছের বুশল্যান্ডে ছুটে যান—খবর আসে একজন মানুষের ওপর গাছ পড়ে গেছে। ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে কর্মকর্তারা জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “এই ভয়াবহ খবর পাওয়ার পর জরুরি পরিষেবা কর্মীরা ঘরবাড়ি ও পরিবার রক্ষায় কাজ করার সময় যেসব ঝুঁকির মুখোমুখি হন, তা এক বিষণ্ন স্মারক।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিদিনই সেই বীরত্বকে সম্মান জানাই।”
সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৫০টির বেশি দাবানল জ্বলছিল। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সিডনির ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের বাসস্থান সেন্ট্রাল কোস্ট অঞ্চলে ১৬টি বাড়ি ধ্বংস করে দেয়।
কুলেওয়ং শহরের বাসিন্দা রুশেল ডাউস্ট বলেন, আগুন বাড়ির দিকে এগিয়ে এলে তিনি ও তার স্বামী সেটি রক্ষা করার চেষ্টা করেন। “ও খালি পায়ে ওপরে উঠে আগুন নেভানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, আর আমি চিৎকার করছি নিচে নেমে আসতে,” অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন ডাউস্ট।
“সবকিছুই সেখানে ছিল—ওর দাদীর জিনিসপত্র, মায়ের জিনিস, আমার সব—সবকিছু, সবই শেষ, পুরোটা,” যোগ করেন ডাউস্ট।
রাতে পরিস্থিতির উন্নতি হওয়ায় সতর্কতার মাত্রা কমিয়ে ‘পরামর্শ’ স্তরে আনা হয়েছে, যা বিপদের দ্বিতীয় সর্বনিম্ন স্তর।
তাসমানিয়া দ্বীপের রাজধানী হোবার্টের প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পূর্বে ডলফিন স্যান্ডসে ৭০০ হেক্টর (১,৭২৯ একর) এলাকায় জ্বলতে থাকা আগুন ১৯টি বাড়ি ধ্বংস করেছে এবং ৪০টি ক্ষতিগ্রস্ত করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের ফিরে না যেতে সতর্ক করা হয়েছে।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালে উচ্চ ঝুঁকির দাবানল মৌসুমের বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে। কয়েকটি তুলনামূলক শান্ত বছরের পর এবার দেশের বৃহৎ অংশে চরম গরমের সম্ভাবনা বেড়েছে।
নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সবচেয়ে দাবানলপ্রবণ অঞ্চলগুলোর একটি। কিছু বিশেষজ্ঞের মতে, জলবায়ু পরিবর্তন এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। ২০১৯–২০ সালের অস্ট্রেলিয়ার “ব্ল্যাক সামার” দাবানলে তুরস্কের সমান এলাকা পুড়ে যায় এবং ৩৩ জনের মৃত্যু হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
১ দিন আগে