logo
প্রবাসের খবর

কানাডার উইনিপেগে সিবিএর বহুসাংস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে৩ ঘণ্টা আগে
Copied!
কানাডার উইনিপেগে সিবিএর বহুসাংস্কৃতিক অনুষ্ঠান

কানাডার উইনিপেগে কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ) ম্যানিটোবার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য ‘সিবিএ মাল্টিকারচারাল নাইট ২০২৫’।

শনিবার (২২ নভেম্বর) উইনিপেগের এমটিওয়াইপি থিয়েটারে আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবে অংশ নেন বিভিন্ন দেশের শিল্পী, অতিথি, সংগঠক ও বহু দর্শক।

Multicultural Night 2

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিবিএর সভাপতি ড. হারুনুর রশীদ। তিনি বলেন, “বহুসংস্কৃতির শক্তিই কানাডার বড় পরিচয়। নানা দেশের মানুষের মিলনমেলা তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।

Multicultural Night 3

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ফোর্ট রিচমন্ডের এমএলএ জেনিফার চ্যান, সিটি অব উইনিপেগের ওয়েভারলি ওয়েস্টের কাউন্সিলর জেনিস লুকস ও কমিউনিটি লিডার দুর্দানা ইসলাম।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কানাডার বহুসংস্কৃতির নীতি সমগ্র সমাজকে সমৃদ্ধ করেছে এবং বিভিন্ন প্রান্তের মানুষকে এক অভিন্ন সামাজিক কাঠামোর মধ্যে যুক্ত করেছে।

Multicultural Night 6

দেশভিত্তিক পারফরম্যান্সে ছিল বৈচিত্র্য

উৎসবে বিভিন্ন দেশের শিল্পীরা পরিবেশন করেন গান, নাচ, কবিতা ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। অংশ নেওয়া দেশগুলো হলো—নিকারাগুয়া, ভারত. নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

বাংলাদেশি শিল্পীরা দেশীয় গান, নৃত্য ও কবিতা পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেন।

Multicultural Night 4

বাংলাদেশি স্টল ছিল বড় আকর্ষণ

অনুষ্ঠনস্থলে স্থাপিত বাংলাদেশি স্টলগুলোতে ছিল দেশি খাবার, ঐতিহ্যবাহী শাড়ি, হস্তশিল্প ও নানা সমসাময়িক পণ্য। পরিবার–পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা দেশি স্বাদ ও দেশি পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজার রহমান, মৌসুমি মৈত্র ও প্রজেশ কুমার ভক্ত সাহা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ নুরুজ্জামান খান, ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের প্রতিনিধি। তিনি বলেন, কমিউনিটির সংহতি ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় এমন অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Multicultural Night 5

সিবিএর নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিএর নির্বাহী কমিটির সদস্য, আব্দুল বাতেন, শামেমুল হাসান, জাফরুল হাসান শুভ, এম এ রাশেদ, সনৎ দাস গুপ্ত, মো. তানভীর রহমান, উজ্জ্বল আহমেদ লিটন, মো. মাসুদ খান, আশফিয়া আশরাফি প্রমিটি, প্রমা স্বর্ণা, মঈনুল ইসলাম পাবেল, মেহেদী হাসান, আরাফাত হোসেন, তাহের শাহজাহান, ইমাম হাসান আকান, মো. তাজুল ইসলাম, সারা নূর, পান্থ আজাদ, এহসানুল হক শাওয়ান, লাবিব রানা ও অডিতা বিনতে জামান।

Multicultural Night 7

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এ বহুসাংস্কৃতিক রাত উইনিপেগে বসবাসরত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের বৈচিত্র্য ও ঐক্যের বার্তা আরও দৃঢ় করেছে।

আরও দেখুন

সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

আয়োজকদের গন্তব্য ছিল নান্দনিক মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে প্রকৃতির শান্ত পরিবেশে বয়োজেষ্ঠদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুপুরে রয়্যাল প্ল্যাটার পরিবেশন করে আকর্ষণীয় মধ্যাহ্নভোজ, সুস্বাদু খাবারের সঙ্গে ছিল মালাই চা, গরম কফি ও লোভনীয় ডেজার্ট।

১ ঘণ্টা আগে

কানাডার উইনিপেগে সিবিএর বহুসাংস্কৃতিক অনুষ্ঠান

কানাডার উইনিপেগে সিবিএর বহুসাংস্কৃতিক অনুষ্ঠান

কানাডার উইনিপেগে কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ) ম্যানিটোবার উদ্যোগে অনুষ্ঠিত হলো বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য ‘সিবিএ মাল্টিকারচারাল নাইট ২০২৫’।

৩ ঘণ্টা আগে

আরব আমিরাতে হাটহাজারী সমিতি মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক

আরব আমিরাতে হাটহাজারী সমিতি মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হাটহাজারীবাসীদের অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হাটহাজারী সমিতি। আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুছাফফায় এই সংগঠনের মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে বাংলাদেশি কমিউনিটির ১০ বছর পূর্তি উপলক্ষে মেজবান

অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে বাংলাদেশি কমিউনিটির ১০ বছর পূর্তি উপলক্ষে মেজবান

নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।

১ দিন আগে