logo
প্রবাসের খবর

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েল হামলা চালাতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইসরায়েলকে লক্ষ্যে করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতেই তেল আবিবের এই সম্ভাব্য প্রতিশোধের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১২ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি।

এই খবরের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হামাস ও লেবাননের বিরুদ্ধে গত এক বছর যাবৎ সংঘর্ষে লিপ্ত রয়েছে ইসরায়েল। গত মাসে লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। তখন ইসরায়েলের হামলায় ইরানের রেভুলেশনারি গার্ড কর্পসের কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন। যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান। এরপর থেকেই পাল্টা প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব।

বিশ্লেষকেরা বলছেন, উদ্ভূত এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যেকোনো সময় বড় ধরনের কোনো সংঘাত বেঁধে যেতে পারে।

১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল। যেকোনো সময় তেহরানের সামরিক ঘাঁটি এবং পরমাণুকেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা করার মাধ্যমেই ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এমন ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

যদিও ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছে এনবিসি নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি বলেছে, ইসরায়েল কীভাবে এবং কখন তেহরানকে লক্ষ্যবস্তু করবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ইহুদিদের ধর্মীয় ছুটি ইয়োম কিপ্পুর সময় তেহরানের হামলার একটি প্রতিক্রিয়া আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা।

এক বছর আগে গাজা যুদ্ধের শুরুতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা করলে ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্রভাবে বেড়েছে। হিজবুল্লাহ রোববার বলেছে, দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে অনুপ্রবেশে বাধা দিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তাদের যোদ্ধারা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হিজবুল্লাহর ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করতে দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার ইসরায়েলের বিমানবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিসহ ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ সময় হিজবুল্লাহ কর্তৃক ছোড়া বেশ কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

১ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

২ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৪ দিন আগে