বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, ২৩ জানুয়ারি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মেসি) কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানটি চালানো হয়। জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ কুয়ালালামপুরে ১০টি স্থানে এ বিশেষ অভিযান চলে।
দাতুক জাকারিয়া বলেন, ‘অভিযান পরিচালনার আগে আমরা প্রায় দুই সপ্তাহ নজরদারি চালিয়েছিলাম। গ্রেপ্তার বাংলাদেশিদের বয়স ৩১ থেকে ৫০।’
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, রেস্তোরাঁ-দোকানের আড়ালে ভুয়া চিকিৎসা দিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা বিভিন্ন পর্যটকের মাধ্যমে দেশ থেকে ওষুধ এনে অবৈধভাবে বিক্রি করতেন।
কর্তৃপক্ষ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল। দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে ভুয়া চিকিৎসা সরঞ্জাম এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে। এসময় ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন ভুয়া বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, ২৩ জানুয়ারি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের (ফার্মেসি) কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানটি চালানো হয়। জালান তুন তান সিউ, লেবোহ, পুডুহ এবং জালান সিলাংসহ কুয়ালালামপুরে ১০টি স্থানে এ বিশেষ অভিযান চলে।
দাতুক জাকারিয়া বলেন, ‘অভিযান পরিচালনার আগে আমরা প্রায় দুই সপ্তাহ নজরদারি চালিয়েছিলাম। গ্রেপ্তার বাংলাদেশিদের বয়স ৩১ থেকে ৫০।’
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, রেস্তোরাঁ-দোকানের আড়ালে ভুয়া চিকিৎসা দিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা বিভিন্ন পর্যটকের মাধ্যমে দেশ থেকে ওষুধ এনে অবৈধভাবে বিক্রি করতেন।
কর্তৃপক্ষ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের জন্য একটি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, ছয়জনের কাছে নির্মাণ খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল। দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন এবং অন্যজনের কাছে কোনো ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে ভুয়া চিকিৎসা সরঞ্জাম এবং নগদ ৮০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে, যা চিকিৎসা এবং ওষুধ বিক্রির অর্থ বলে মনে করা হচ্ছে। এসময় ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধও জব্দ করেছে। জব্দ করা ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।
গত এক সপ্তাহে সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫০ লাখ ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ের মধ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ২৩৮ মুসলিম।
বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে সাত দিনে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি লুলু গ্রুপ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চমকপ্রদ অফার। খাবার, হোম ফার্নিশিং, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সাড়ে ৫ হাজারের বেশি পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে ৩০০ অত্যাবশ্যকীয় পণ্যের দামও স
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। আজ শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি লুলু গ্রুপ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে চমকপ্রদ অফার। খাবার, হোম ফার্নিশিং, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের সাড়ে ৫ হাজারের বেশি পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে ৩০০ অত্যাবশ্যকীয় পণ্যের দামও স
১৫ ঘণ্টা আগে