logo
প্রবাসের খবর

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওয়াচ টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ অক্টোবর ২০২৪
Copied!
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওয়াচ টাওয়ার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী: ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) একটি ওয়াচ টাওয়ার ও ঘরের বেড়া ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

রোববার (২০ অক্টোবর) শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ইউনিফিলের ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল নামে পরিচিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

এর আগেও ইউনিফিলের ওয়াচ টাওয়ারে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ১৭ অক্টোবর দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করেছে।

১৭ অক্টোবরের হামলার পর থেকেই ইসরায়েলি বাহিনী ও অন্য সংশ্লিষ্ট পক্ষকে জাতিসংঘের কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের অবস্থানগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় বলে ইসরায়েলকে সতর্ক করেছে ইউনিফিল।

সম্প্রতি ইসরায়েল দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের কাছ থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ হিজবুল্লাহ অস্বীকার করেছে।

বুধবার (১৬ অক্টোবর) ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলের একটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি ওয়াচটাওয়ারের ওপর গুলি চালিয়েছে।

গত সপ্তাহে ইউনিফিল বলেছে, ইসরায়েলের দুটি ট্যাংক দক্ষিণ লেবাননে তাদের একটি অবস্থানের মূল গেট ধ্বংস করেছে এবং জোরপূর্বক সেই অবস্থানে প্রবেশ করেছে। এতে কমপক্ষে চারজন সৈনিক আহত হয়েছে।

ইসরায়েল অক্টোবরের শুরুতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে ইউনিফিলের সামনের সারির বেশ কয়েকটি অবস্থানে গুলি চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ভেঙে ফেলার জন্য এই অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর আক্রমণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলেছেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের কাছে ইউনিফিল বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে জাতিসংঘ ইউনিফিলকে সরিয়ে নিচ্ছে না। ইউনিফিল ১৯৭৮ সাল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পর্যবেক্ষণ করে আসছে। মিশনটি ৫০টি দেশের অংশগ্রহণে গঠিত ও ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ

এই উদ্যোগের পর বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রয়োজন হলেও দেশটিতে বাড়তি সময় অবস্থান করা কঠিন হবে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়ে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

৪ দিন আগে