logo
প্রবাসের খবর

আমিরাতের সবচেয়ে দামী বাড়ি এটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ অক্টোবর ২০২৪
Copied!
আমিরাতের সবচেয়ে দামী বাড়ি এটি

আবুধাবির সাদিয়াত দ্বীপে অবস্থিত মাত্র ৫টি বেডরুমের একটি বাড়ি বিক্রি হয়েছে ১৩ কোটি দিরহামে (৪২২ কোটি টাকা)। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল বাড়িটি। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সবচেয়ে দামে বিক্রি হওয়া বাড়ি এখন এটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটি নামের ব্যয়বহুল রিয়েল এস্টেট এজেন্সি এই বাড়ি কেনার চুক্তি করেছে। এর ভেতরে রয়েছে সাজানো গোছানো দারুণ জায়গা, যাতে শৈল্পিক কারুকাজ ও নান্দনিকতার ছোঁয়া মিলবে।

তবে বাড়িটির ব্যাপারে আর বিস্তারিত জানানো হয়নি।

এ ব্যাপারে দুবাই সোথবাইস ইন্টারন্যাশনাল রিয়েলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জর্জ আজার বলেন, ‘বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে আবুধাবি। আর এই বাড়িটি এত দামে বিক্রি হওয়া এখানকার রিয়েল এস্টেট বাজারের জন্য দারুণ খবর। এ ধরনের বাড়ির চাহিদা ব্যাপক। কেননা এসব বাড়িতে আরামে থাকার পাশাপাশি মিলবে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া। এতে বিনোদনের দারুণ ব্যবস্থাও রয়েছে।’

সংযুক্ত আবর আমিরাতে বড় বড় বিনিয়োগকারীরা থাকার জন্য এখন আবুধাবিকে বেছে নিচ্ছেন। আর তাদের জন্য নতুন ধরনের বাড়ির যোগান দিয়ে যাচ্ছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো।

আবুধাবি এখন এই অঞ্চলের আবাসন ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনটাই মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। বিশ্বের নামিদামি ব্যক্তিরাও এখানে বাড়ি কিনছেন।

আরও দেখুন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

৭ দিন আগে

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৮ দিন আগে

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

১০ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

১১ দিন আগে