logo
প্রবাসের খবর

সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত কখন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মার্চ ২০২৫
Copied!
সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত কখন
ছবি: পিক্সাবের সৌজন্যে

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ সকল মন্ত্রণালয় শাখাকে ঈদের দিন নির্ধারিত স্থানে সূর্যোদয়ের ১৫ মিনিট পরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।

ঈদের জামাতে মসজিদগুলোতেও নামাজ আদায় করা হবে। এ নামাজ হবে ঈদের নামাজের ময়দান সংলগ্ন মসজিদগুলোতে অথবা নির্দিষ্ট শহর ও গ্রামে ঈদের নামাজ আদায়ের জন্য সাধারণত ব্যবহৃত হয় না এমন মসজিদগুলোতে।

রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংস্থাগুলোকে এই উপলক্ষে মসজিদগুলো যাতে আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উম্মে আল কুরা ক্যালেন্ডার অনুসারে, সকল অঞ্চলে নির্ধারিত ইমামদের ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে যে, বৃষ্টিপাতের ক্ষেত্রে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নির্ধারিত মসজিদের ভেতরে নামাজ আদায় করা উচিত, যাতে তারা শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঈদুল ফিতরের নামাজের জন্য সকল মসজিদ এবং উন্মুক্ত স্থানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণের মতো স্বাস্থ্যবিধি প্রটোকল কঠোরভাবে বাস্তবায়িত করা হয়েছে। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারী সকলের সর্বোত্তম আরাম নিশ্চিত করার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং ও অডিও সরঞ্জামের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে।

আরও পড়ুন

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি।

২ ঘণ্টা আগে

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে