logo
প্রবাসের খবর

সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত কখন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মার্চ ২০২৫
Copied!
সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত কখন
ছবি: পিক্সাবের সৌজন্যে

সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ সকল মন্ত্রণালয় শাখাকে ঈদের দিন নির্ধারিত স্থানে সূর্যোদয়ের ১৫ মিনিট পরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।

ঈদের জামাতে মসজিদগুলোতেও নামাজ আদায় করা হবে। এ নামাজ হবে ঈদের নামাজের ময়দান সংলগ্ন মসজিদগুলোতে অথবা নির্দিষ্ট শহর ও গ্রামে ঈদের নামাজ আদায়ের জন্য সাধারণত ব্যবহৃত হয় না এমন মসজিদগুলোতে।

রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংস্থাগুলোকে এই উপলক্ষে মসজিদগুলো যাতে আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উম্মে আল কুরা ক্যালেন্ডার অনুসারে, সকল অঞ্চলে নির্ধারিত ইমামদের ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে যে, বৃষ্টিপাতের ক্ষেত্রে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নির্ধারিত মসজিদের ভেতরে নামাজ আদায় করা উচিত, যাতে তারা শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঈদুল ফিতরের নামাজের জন্য সকল মসজিদ এবং উন্মুক্ত স্থানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণের মতো স্বাস্থ্যবিধি প্রটোকল কঠোরভাবে বাস্তবায়িত করা হয়েছে। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারী সকলের সর্বোত্তম আরাম নিশ্চিত করার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং ও অডিও সরঞ্জামের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে