logo
প্রবাসের খবর

ভিসা ছাড়া থাকার সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
ভিসা ছাড়া থাকার সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড
ছবি: পিক্সাবের সৌজন্যে

বিদেশি পর্যটকদের ভিসা ছাড়া থাকার সময়সীমা কমানোর পরিকল্পনা করছে থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাওং থিয়েনথং গতকাল সোমবার জানিয়েছেন, থাইল্যান্ড বিদেশি পর্যটকদের ভিসা ছাড়া থাকার অনুমতির মেয়াদ ৩০ দিন করার পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, অবৈধ ব্যবসায় জড়িত হওয়ার জন্য এই ছাড়ের সুযোগ গ্রহণকারী ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটি। এটি তারই অংশ।

২০২৪ সালের জুলাই থেক ৯৩টি দেশের পাসপোর্টধারীদের ৬০ দিনের বেশি সময়ের জন্য তাদের দেশে থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ড। গতকাল সোমবার সুরাওংয়ের বরাত দিয়ে বিভিন্ন থাই সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় নীতিগতভাবে এই সময়সীমা ৩০ দিনের মধ্যে কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে।

ব্যাংকক পোস্ট বলছে, থাই ট্রাভেল এজেন্টদের সংগঠন দেশটিতে অবৈধভাবে কাজ বা ব্যবসা করা বিদেশিদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে থাই হোটেল সমিতি জানিয়েছে, দীর্ঘ ভিসা-মুক্ত সময়কাল বিদেশিদের অবৈধভাবে ভাড়া দেওয়া কনডোমিনিয়াম ইউনিট বৃদ্ধির জন্য আংশিকভাবে দায়ী হতে পারে।

থাইল্যান্ডের ‘দুর্বল’ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পর্যটন খাত এখনও গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম। সরকার এই বছর বিদেশি পর্যটকদের আগমন ৪ কোটি ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা ২০১৯ সালের রেকর্ড ভেঙে দেবে। জানুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে থাইল্যান্ডে ৭.৬৬ মিলিয়ন বিদেশি পর্যটক গেছেন, যা এ বছরের তুলনায় ৪.৪% বেশি।

আরও দেখুন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

তুরস্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

২ দিন আগে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

আরব আমিরাতে প্রবাসীরা জরিমানা ও ফি পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তিতে

মন্ত্রণালয় জানায়, ট্যাবি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পূর্ণ ফি বা জরিমানার টাকা আগেই পরিশোধ করবে। এরপর গ্রাহক পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী ট্যাবিকে কিস্তিতে টাকা পরিশোধ করবেন। ট্যাবির ‘আগে নিন, পরে দিন’ মডেল ব্যবহার করে গ্রাহকেরা একবারে পুরো টাকা না দিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

২ দিন আগে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

দুবাই বিমানবন্দরে হ্যান্ড লাগেজধারী যাত্রীদের চেক-ইন বন্ধ হতে পারে

পল গ্রিফিথস বলেন, ভ্রমণের সময় মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। বিমানবন্দরগুলোতে চেক ইন ডেস্কের জন্য অপেক্ষা করতে, লাইনে দাঁড়াতে বলা, ব্যাগেজ সিস্টেমে রাখার আগে তাদের লাগেজে কাগজের লেবেল লাগাতে বলা, ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো।

২ দিন আগে

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

টরন্টোয় ‘বিজয় উল্লাস’ আয়োজন করবে বাংলাদেশ সোসাইটি

কানাডার টরন্টোয় বাংলাদেশ সোসাইটি এসসি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে নবীন–প্রবীণের সম্মিলন ঘটিয়ে বিজয় উল্লাস উদযাপন করবে। আগামী ২০ ডিসেম্বর টরন্টোর হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান হবে বলে সংগঠনের পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে।

৩ দিন আগে