logo
প্রবাসের খবর

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ভিসা দেবে আমিরাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ভিসা দেবে আমিরাত

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে।

আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।

এক বিবৃতিতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়, আরব আমিরাতে যেতে ইচ্ছুক জিসিসি দেশে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই তাদের ভ্রমণের আগে একটি ই-ভিসা নিতে হবে। এই ভিসা প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।

আরব আমিরাতে আসতে চাওয়া প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসার প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে