বিডিজেন ডেস্ক
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে।
আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
এক বিবৃতিতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়, আরব আমিরাতে যেতে ইচ্ছুক জিসিসি দেশে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই তাদের ভ্রমণের আগে একটি ই-ভিসা নিতে হবে। এই ভিসা প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।
আরব আমিরাতে আসতে চাওয়া প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসার প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে থাকা প্রবাসীদের ৩০ দিনের টুরিস্ট ই-ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। তবে এ ভিসা পেতে একজন প্রবাসীকে জিসিসিভুক্ত দেশে কমপক্ষে এক বছর থাকতে হবে।
আজ সোমবার আরম আমিরাতের ডিজিটাল সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
এক বিবৃতিতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়, আরব আমিরাতে যেতে ইচ্ছুক জিসিসি দেশে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই তাদের ভ্রমণের আগে একটি ই-ভিসা নিতে হবে। এই ভিসা প্রবেশের তারিখ থেকে ৩০ দিন থাকার অনুমতি দেয়, তবে মেয়াদ আরও অতিরিক্ত ৩০ দিন বাড়ানোর বিকল্প ব্যবস্থা রয়েছে।
আরব আমিরাতে আসতে চাওয়া প্রবাসীরা যে দেশ থেকে আসছেন সে দেশের ভিসার মেয়াদ শেষ হলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া যদি ভিসা ইস্যু করার পর ওই প্রবাসী পেশা পরিবর্তন করেন তাহলে তিনি আরব আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন না। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আসার প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি হতে হবে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে প্রবেশের জন্য ই-ভিসা বাধ্যতামূলক করে। আগ্রহীরা দুবাই জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কুয়েতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। এ ক্যামেরায় চার দিনে চার হাজারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।
সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে। সেখানেই তারা অনুশীলন করত। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরা।
এসব দেশের কোনো নাগরিককে বিয়ে করলেই দ্রুত আপনি পেয়ে যেতে পারেন সেই দেশের নাগরিকত্ব।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।