বিডিজেন ডেস্ক
বিদেশি পর্যটকরা এখন থেকে ওমানে গাড়ি চালাতে পারবেন। তবে তাদের নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো য়।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক পর্যটকদের আরও আকৃষ্ট করতে পারবে ওমান।
আরওপি জানায়, নিজ দেশ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী বিদেশী দর্শনার্থীরা ওমানে তিন মাস পর্যন্ত গাড়ি চালাতে পারবেন, যদি তাদের উদ্দেশ্য পর্যটন বা ট্রানজিট হয়। এছাড়া ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মতো স্বীকৃত সংস্থাগুলোর কাছ থেকে অনুমোদন পাওয়া আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সধারী চালকরাও তিন মাস পর্যন্ত ওমানে গাড়ি চালাতে পারবেন।
ওমান সরকার জানায়, তারা দর্শনার্থীদের সুবিধার জন্য এই পরিবর্তন এনেছে। তবে ওমানে স্থায়ীভাবে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
ওমানের আইনে, লাইসেন্স পেতে একজন চালকের বয়স কমপক্ষে ১৮ হতে হবে।
বিদেশি পর্যটকরা এখন থেকে ওমানে গাড়ি চালাতে পারবেন। তবে তাদের নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো য়।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক পর্যটকদের আরও আকৃষ্ট করতে পারবে ওমান।
আরওপি জানায়, নিজ দেশ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী বিদেশী দর্শনার্থীরা ওমানে তিন মাস পর্যন্ত গাড়ি চালাতে পারবেন, যদি তাদের উদ্দেশ্য পর্যটন বা ট্রানজিট হয়। এছাড়া ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মতো স্বীকৃত সংস্থাগুলোর কাছ থেকে অনুমোদন পাওয়া আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সধারী চালকরাও তিন মাস পর্যন্ত ওমানে গাড়ি চালাতে পারবেন।
ওমান সরকার জানায়, তারা দর্শনার্থীদের সুবিধার জন্য এই পরিবর্তন এনেছে। তবে ওমানে স্থায়ীভাবে বসবাসকারী প্রবাসীদের অবশ্যই ওমানি ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
ওমানের আইনে, লাইসেন্স পেতে একজন চালকের বয়স কমপক্ষে ১৮ হতে হবে।
অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।