বিডিজেন ডেস্ক
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সময় ১৬ ডিসেম্বর (সোমবার) রাতে এ দুর্ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে দুটি কন্টেইনারে ধাক্কা দেয় এবং মিজানকে আঘাত করে। আঘাতে সে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
নিহত মিজানুর রাহমান (২৮) দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে স্পেনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সময় ১৬ ডিসেম্বর (সোমবার) রাতে এ দুর্ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যাল পোস্ট উপড়ে ফেলে দুটি কন্টেইনারে ধাক্কা দেয় এবং মিজানকে আঘাত করে। আঘাতে সে রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়ির চালক দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।
নিহত মিজানুর রাহমান (২৮) দুই বছর ধরে মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ার টেংরাবাজার এলাকার হিঙ্গাজিয়া গ্রামে। তার এই অকাল মৃত্যুতে স্পেনের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।